Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্রে, প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন রাশিচক্রের ১২টি রাশির উপরেই প্রভাব ফেলে। প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলে এবং কিছু রাশির উপর অশুভ প্রভাব ফেলে।
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
তবে আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্র মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। শুক্র গ্রহকে বৈষয়িক বিষয়, ঐশ্বর্য, ধনসম্পদ ইত্যাদির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। শুক্র গ্রহের কারণে মালব্য রাজ যোগ কাকতালীয় হয়ে উঠছে। এর ফলে ৩টি রাশির মানুষরা শুক্র গ্রহের থেকে প্রভূত উপকার পাবেন। তবে চলুন এই তিনটি রাশির সমন্ধে দেখে নেওয়া যাক —
বৃষ রাশি :- এই রাশির মানুষরা শুক্রের মালব্য রাজ যোগ থেকে প্রচুর উপকার পাবেন। আপনার রাশিফলের ১১তম ঘরে মালব্য রাজ যোগ গঠিত হবে। এই সময় আয় বৃদ্ধি হবে। আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করেন, তবে এই সময়টি ভালো হতে পারে। এমনকি কর্মজীবনে অগ্রগতি হবে।
মীন রাশি :- মালব্য রাজ যোগ এই রাশির মানুষদের জন্য শুভ ফল বয়ে আনবে। আপনার রাশির ঊর্ধ্বমুখী গৃহে শুক্রের গমন ঘটছে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। অংশীদারিত্বে করা ব্যবসা লাভের মুখ দেখবে। এই সময় আপনার কর্মজীবনে অগ্রগতি পাওয়ার সম্ভাবনা খুব বেশি।
কর্কট রাশি :- শুক্র গ্রহের দ্বারা গঠিত মালব্য রাজ যোগ এই রাশির জন্য শুভ হতে চলেছে। আপনার রাশির নবম ঘরে মালব্য রাজ যোগ গঠিত হবে। নবম ঘরকে বলা হয়েছে ভাগ্যের স্থান এবং বিদেশ যাত্রার স্থান। এই সময় কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ আসছে। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল যাাবে।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)