Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- কোনও শুভ কাজ শুভ সময়েই করা উচিত। জ্যোতিষ শাস্ত্র মতে , কোনো শুভ কাজে বেরনোর আগে যদি কিছু সঠিক নিয়ম , সঠিক ভাবে পালন করা যায় তা হলে সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় বলে মনে করা হয়। আমরা অনেকেই শুভ কাজে যাওয়ার আগে নানা প্রকার ও প্রক্রিয়া করে থাকি। যেমন, অনেকে ঠাকুরের নাম করেন ও প্রণাম করে।
কেউ কেউ শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করেন। আবার অনেকে জল ভরা কলসি দেখে বেরন। আবার অনেকে কোনো শুভ কাজে বেরনোর আগে কপালে চন্দন, কুমকুম বা হলুদের ফোটা বা তিলক লাগান।আবার কেউ বা জ্যান্ত মাছ দেখে যাওয়া শুভ বলে মনে করেন । আবার ঘি এবং চিনি মুখে দেওয়াও শুভ বলে মনে করেন অনেকে।
আরো পড়ুন :- শনি দেবের আশীর্বাদে এই ৩ রাশির জাতকরা সুখ ও সৌভাগ্য লাভ করেন
তবে এই সকল প্রকার ও প্রক্রিয়া কার্যকরী হলেও , সব থেকে বেশি কার্যকরী হল দইয়ের ফোঁটা কপালে লাগানো। যে কোনও শুভ কাজে বেরোনোর আগে যদি দইয়ের ফোঁটা কপালে লাগানো যায় তা হলে সেই কাজ খুব সহজ ও সুন্দর ভাবে সম্পূর্ণ হওয়ার আশা রাখা যেতে পারে।
দইয়ের ফোঁটা লাগানোর সঠিক নিয়ম :-
যে কোনও শুভ কাজে বেরনোর আগে যা যা করণীয় সে রকম সব কাজ সেরে ফেলে সব শেষে একেবারে বেরনোর সময় দইয়ের ফোঁটা কপালে লাগাতে হবে। দইয়ের ফোঁটা লাগানোর পর আর কোনও কাজ করা যাবে না। সোজা ঘর থেকে বেরিয়ে পড়তে হবে শুভ কাজের উদ্যেশে।
আরো পড়ুন :- শুক্রের উদয়ের ফলে এই ৭ রাশির ভাগ্য ফিরবে , দেখুন আপনার রাশি আছে কি না
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)