Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- তিন বছর পরে এক বার মলমাস হয়। একে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়। এবার ১৮ জুলাই থেকে ১৬ অগস্ট পর্যন্ত মলমাস চলবে। মাসটিকে অধিক মাস বা পুরুষোত্তম মাস বলেন অনেকে। এই মাসটি বিষ্ণুকে নিবেদন করা হয়। এ বছর মলমাসের সময়ে শ্রাবণ মাস চলবে। মলমাসের অধিপতি বিষ্ণু। অন্যদিকে শ্রাবণ মাসের অধিপতি হর বা শিব। এই মাসে বিষ্ণু ও ভোলানাথের পুজো করলে হর-হরির আশীর্বাদ পাবেন।
আরো পড়ুন :- আগামী সোমবার হরিয়ালি অমাবস্যা, সৌভাগ্য পেতে রাশি অনুযায়ী লাগান এই সব গাছ
পাশাপাশি এই মাসে কয়েকটি জিনিস দান করলে পুণ্য অর্জন করা যায়। এই সময়ে কিছু দান করলে কমে যায় টাকার অভাবও। কী কী দান করবেন এই সময়ে ? জেনে নিন।
- মলমাসে অসহায় ও দরিদ্রদের বই দান করা শুভ। এর প্রভাবে সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি জ্ঞান বৃদ্ধি হয়। শিক্ষা ক্ষেত্রে উন্নতি হবে।
- শাস্ত্র মতে মলমাসে অন্ন দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এর ফলে লক্ষ্মী ও অন্নপূর্ণা প্রসন্ন হন এবং পরিবারের সদস্যদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। এমন পরিবারে ধন-ধান্যের বাস হয়। তাই পুরুষোত্তম মাসে যে কোনও সময়ে অন্ন দান করতে পারেন।
-
শাস্ত্রে অধিক মাসে বা পুরুষোত্তম মাসে দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। দীপদান করলে ব্যক্তির জীবন আলোয় ভরে যায়। পাশাপাশি জীবনের সমস্ত অন্ধকার কাটিয়ে ওঠা যায়। তাই এই মাসে বাড়ি ও মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত।
-
এই মাসে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের বস্ত্র দান করা উচিত। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ পাবেন। হলুদ বস্ত্র দানের ফলে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে আর্থিক পরিস্থিতি ভালো হবে।
আরো পড়ুন :- তৈরি হচ্ছে মঙ্গল এবং শুক্রের যুতির ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)