Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শুরু হয়েছে শুভ দেবীপক্ষ । আশ্বিন মাস এসে গেলো তবে তিথি মতে এবারের দুর্গাপূজা একটু দেরিতে। জানেন নিশ্চই হিন্দু শাস্ত্র মতে তুলশি গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়। অনেকের বাড়িতে তুলসী গাছ লাগান এবং তুলসী গাছের পুজো করে থাকেন। কিন্তু অনেকেই এর পূজার সঠিক নিয়ম জানেন না। কিভাবে তুলসী গাছকে পুজো করতে হয়। এই গাছ হলো মা লক্ষ্মীর একটি রুপ। যদি ঠিকঠাক মত পুজো না করা হয়। তাহলে লক্ষীদেবী অসন্তুষ্ট হয় এবং বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। এর ফলে সংসারে নেমে আসতে পারে নানাধরনের সমস্যা। তাই উচিত এর যত্ন নেওয় এবং নিয়ম মেনে নিষ্ঠার সাথে পুজো করা।
এক নজরে নিয়ম গুলি —
১. তুলসী গাছ সর্বদাই বাড়িতে তিনটে বা পাঁচটা এইভাবে রাখা উচিত।
২. প্রতি সন্ধ্যাকালীন প্রদীপ দিয়ে তুলসী গাছকে পুজো করা এবং তুলসী মঞ্চে কিছুক্ষণের জন্য প্রদীপ রাখা উচিত।
আরো পড়ুন :- মন থেকে করুন শনিদেবের পূজা , জীবনে ফিরবে সুখের দিন
৩. অবশ্যই বাড়িতে একটি মঞ্চ নির্মাণ করে তুলসী গাছ রাখতে হবে।
৪. এই গাছের মঞ্চ পূর্ব বা উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত।
৫. তুলসী গাছের আশেপাশে কখনোই কাটা জাতীয় গাছ রাখা খুবই অমঙ্গলজনক।
এছাড়াও তুলসী মঞ্চে বা আশেপাশে যদি কোন অন্য গাছ দেখা যায় তা পরিস্কার করে রাখা উচিত। তুলসী মঞ্চে গাছ মরে গেলে তা সঙ্গে সঙ্গে বদলে ফেলা উচিত। আর কোন জলাশয় ভাসিয়ে দেওয়া উচিত।
Highlights
1. শুরু হয়েছে শুভ দেবীপক্ষ
2. অবশ্যই বাড়িতে একটি মঞ্চ নির্মাণ করে তুলসী গাছ রাখতে হবে
# তুলসী গাছ #Astro #Tips #Horoscope #Tips