Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শনিদেব শিবের ভক্ত ৷ তাই শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে এবং শ্রাবণের শনিবারে শনিদেবের আরাধনা করলে শিব এবং শনি উভয়ই প্রসন্ন হন। যার ফলে শ্রাবণ মাসেই জাতক-জাতিকাদের শনিদোষ কাটানো সম্ভব ৷ তবে শনিদোষ কাটানোর ৫টি সহজ উপায় দেখে নিন।
আরো পড়ুন :- শ্রাবন মাসের যে কোনো বৃহস্পতিবারে অর্থকষ্ট দূর করুন এই ভাবে
১. শ্রাবণ মাসের প্রত্যেক শনিবার করে অশ্বত্থ গাছের শিকড়ে জল অর্পণ করে, প্রদীপ জ্বালিয়ে সাতবার গাছের পরিক্রমা করুন। এতে শিব ও শনি সন্তুষ্ট হন এবং শনির দোষও কাটে৷ নার্সারি থেকে ছোট অশ্বত্থ গাছ বাড়িতে এনে তবে লাগাতে পারেন। আর তাতে জল দিতে পারেন ও পরিক্রমা করতে পারেন।
২. শিব পুরাণ অনুযায়ী শ্রাবণের শনিবার জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শনিদের সন্তুষ্ট হন এবং জাতক – জাতিকাদের কষ্ট দূর করেন।
৩. শনিদেবের আশীর্বাদ পেতে শ্রাবণের শনিবারে শনিদেবের মূর্তিতে সরষের তেল অর্পণ করুন এবং সরষে তেলের প্রদীপ জ্বালিয়ে শনির আরতি করুন।
৪. যে জাতক – জাতিকাদের ওপর শনির সাড়েসাতি ও আড়াই চলছে তারা শ্রাবণ মাসের শনিবার কালো তিল, নীল কাপড়, বিউলি ডাল, কালো জুতো, সরষের তেল ইত্যাদি শনি মন্দিরের পুরোহিতকে দান করলে শুভ ফল পাবেন।
৫. শ্রাবণের শনিবারে নীল রঙের ফুল শনিদেবকে অর্পণ করলে, রুদ্রাক্ষের মালা জপ করলে , ১০৮ বার শনির মন্ত্র “ওম শং শনৈশ্চরায় নমঃ” উচ্চারণ করলে শনিদেব সন্তুষ্ট হন এবং শনিদোষ থেকে মুক্তি মেলে ৷ তবে এতো কিছু না করতে পারলে আপনি অন্য উপায় অবলম্বন করতে পারেন।
আরো পড়ুন :- ভুলেও বাড়িতে রাখবেন না এই সব দেবতার মূর্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )