Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শ্রাবণ মাসের বৃহস্পতিবারও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়৷ বৃহস্পতিবার বিষ্ণু ও ব্রহ্মার দিন বলে ধরা হয়। এই দিনে তাদের আরাধনা করলে মহাদেবও তুষ্ট হন। তবে বাড়িতে বিষ্ণু ও ব্রহ্মা না থাকেল মহাদেবকেই পুজো করুন ও ভোগ নিবেদন করুন। আর্থিক সমস্যা সহ একাধিক সমস্যা মেটাতে এই দিনে করুন কিছু ক্রিয়া। দেখে নিন সেগুলি কী কী৷
আরো পড়ুন :- ভুলেও বাড়িতে রাখবেন না এই সব দেবতার মূর্তি
১. জাফরান যুক্ত চালের ভোগ নিবেদন করুন ব্রহ্মা, বিষ্ণু বা মহাদেবকে এবং ১০৮ বার গুরু মন্ত্র ‘ওম বৃং বৃহস্পতয়ে নমঃ’ জপ করুন ৷
২. বৃহস্পতিবার সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বিষ্ণু পুজো করুন এবং বিষ্ণুর সহস্র নাম জপ করুন। এতে আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় ৷
৩.বৃহস্পতিবার বয়স্কদের আশীর্বাদ নিলে ধনবৃদ্ধি ঘটে।
৪. এই দিনে সোনা, হলুদ বা ছোলা দান করা শুভ।
৫. এইদিনে দরিদ্র শিশুদের কলা দান করুন। এতে জীবনের নানা বাঁধা ও অর্থাভাব দূর হবে।
৬. বৃহস্পতি দোষ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের বৃহস্পতিবারে কলাগাছের তলায় প্রদীপ জ্বালিয়ে পুজো করুন এবং লাড্ডু বা বেসনের তৈরি ভোগ নিবেদন করুন। এতে বৃহস্পতি প্রসন্ন হন।
আরো পড়ুন :- বাস্তু দোষ কাটাতে ও সংসারে সুখ-শান্তি বজায় রাখতে মানুন এই নিয়ম
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )