Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- একদিন পরেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দিন বাংলার ঘরে ঘরে উৎসব পালন করা হয়। জন্মাষ্টমীর অত্যন্ত পবিত্র একটি দিন , কারণ এইদিনেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিন কিছু শুভ কাজ রয়েছে যা পালন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। তবে এই দিন কিছু জিনিস করা যাবে না , তাও আপনাকে জেনে রাখতে হবে। এই বিশেষ দিনে কিছু টোটকা পালন করলে বদলে যেতে পারে আপনার ভাগ্য , জীবনে আসতে পারে উন্নতি। আর এই বছরের কৃষ্ণের জন্মাষ্টমীর যোগ খুবই শুভ। তবে চলুন টোটকা গুলির সমন্ধে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান
১. এই দিন স্বামী-স্ত্রী মিলে কোনও রাধাকৃষ্ণের মন্দিরে রুপোর বাঁশি অর্পণ করুন। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয়। ছোট বাঁশি দান করতে পারেন।
২. এই দিন নিজের সাধ্য মতো গরিব দুঃখীকে দান করুন। মনে রাখবেন এই দিন যত ভাল কাজ করা যায় ঠিক ততটাই পূণ্য অর্জন করা যায়।
৩. এই দিন জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন। পারলে ভোরে বা সকাল সকাল স্নান করুন।
৪. এই দিন কোনও ব্যাক্তির সঙ্গে কলহে লিপ্ত হওয়া যাবে না। জীবনের থেকে সুখ চলে যেতে পারে।
৫. জন্মাষ্টমীর দিন বাড়িতে গোপাল পুজো করলে অবশ্যই দুধ, সাদা চন্দন, গোলাপ জল এবং গোলাপের পাপড়ি দিয়ে গোপালের অভিষেক করান।
৬. এই জন্মাষ্টমীর দিন আপনার বাড়িতে গোপালের পুজো হোক বা না হোক আমিষ আহার গ্রহণ করবেন না।
৭. এই দিন গোপালকে কেশর মিশ্রিত জল বা দুধ দিয়ে স্নান করান। পারলে বাড়ীর লোকেদের কেশরের টিপ পড়ান , ভালো উপকার পাবেন। গোপালের স্নানের জল দিয়ে কেশর গুলবেন।
৮. এই দিন পুজোর সময় শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি অর্পণ করুন।
৯. জন্মাষ্টমীর দিন পুজোর জন্য বা কোনো কারণেই কোনও ভাবেই তুলসী পাতা তোলা যাবে না।
আরো পড়ুন :- এই বছরের জন্মাষ্টমীতে থাকছে অতি উত্তম যোগ , সুযোগ হাতছাড়া করবেন না
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)