Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- রবিবার সপ্তাহের প্রথম দিন। হিন্দুধর্মে এই দিনটি সূর্য দেবতার উদ্দেশ্য নিবেদিত। সূর্যকে ভোরবেলা জলের দিলে তা অত্যন্ত শুভ ফল নিয়ে আসে। আমাদের জীবনে এর ফলে সৌভাগ্য লাভ হয়। ভোরবেলা সূর্য উদয় হওয়ার সময় তাঁকে জল দিয়ে আরাধনা করলে জীবনের সব সমস্যা দূর করা সম্ভব।
আরো পড়ুন :- ৩০ বছর পর শিবরাত্রিতে দুর্লভ যোগ ! জানুন অর্থ থেকে প্রেমে জোয়ার আসবে কোন কোন রাশির ?
আরো পড়ুন :- মহাশিবরাত্রিতে বিশেষ ফুল দিয়ে করুন শিবের পূজা ! পাবেন সুখ-সমৃদ্ধি
ভোরবেলা উদিত সূর্যের আরাধনা করা হয়। প্রতিদিন সূর্যকে জলের অর্ঘ্য দিতে পারলেই ভালো। কিন্তু প্রতিদিন তা দিতে না পারলে প্রতি রবিবার অবশ্যই ভোরে উঠে সূর্যকে জলের অর্ঘ্য নিবেদন করুন। সূর্য দেবকে জলের অর্ঘ্য দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করুন, ‘ওম আদিত্য নমহঃ’ অথবা ‘ওম ঘ্রিনি সূর্যায় নমহঃ’। ফলেও অনেক শুভ ফল লাভ করা যায়।
প্রতিদিন সূর্য দেবতাকে জলের অর্ঘ্য দিন। রোজ সূর্যপ্রণাম করলে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত হবে এবং আপনার মধ্যে নতুন শক্তি প্রবাহিত হবে। শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের এক ঘণ্টার মধ্যে সূর্যপ্রণাম সেরে ফেলুন।
সম্ভব না হলে নিজের সুবিধে মতো সময় সূর্যকে জল নিবেদন করুন। তবে যত তাড়াতাড়ি এই কাজ করবেন, ততই আপনার জন্য ভালো। তবে দুপুরেও স্নান সেরে সূর্যকে জল নিবেদন করতে পারেন।
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)