Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সকালে ঘুম থেকে উঠে এই কাজ গুলি করবেন না ! আপনার জীবনে কোনো দিন ভালোও কাটতে পারে আবার খারাপও কাটতে পারে। তবে দিনটা খারাপ কাটবে না ভালো তা নির্ভর করে সকালটা শুরু কিভাবে হচ্ছে তার ওপর। যদি কোনো একটি দিনের শুরু যদি ভালো হয় তাহলে সারাদিন ভালো যায়। প্রত্যেক মানুষই আগের দিনের ক্লান্তি মিটিয়ে পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেওয়া করে সকালেই।
তবে বাস্তু শাস্ত্র মতে মতে দৈনন্দিন জীবনে আমরা যা যা জিনিস ব্যবহার করি তার উপর সুফল ও কুফল নির্ভর করে থাকে। তাই দিনের শুরুতে মেনে চলুন কিছু জিনিস —
১. সকাল বেলা ঘুম থেকে উঠে কোন নেগেটিভ চিন্তামূলক ছবি দেখা উচিৎ নয়। এতে জীবনে নানা সমস্যা আসতে পারে।
২. সকালে ঘুম থেকে উঠে অনেকে আয়নায় নিজের মুখ আগে দেখেন। এই কাজ করা উচিৎ নয়। এতে আশেপাশের নেগেটিভ শক্তিগুলি নিজের দিকেই প্রতিবিম্বিত হয়।
ছোট কথা বেডরুমে বিছানার ঠিক উলটো দিকে আয়না রাখা উচিৎ নয়।
৩. সকাল বেলা ঘুম থেকে উঠে ঝাঁটা, খালি কলসি অথবা বালতি একদম দেখতে নেই। কোন খালি জলের পাত্র দেখতে নেই। তা আমাদের জীবনের নানা সমস্যার কারণ হয়ে ওঠে।
৪. অনেকেই সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে চা বা কফি পান করেন। এই অভ্যাস মোটেই ভালো নয়।
৫. অনেকের একটা অভ্যাস আছে সকালে উঠে মোবাইল ফোন দেখা। এটা করা একদমই উচিৎ নয়। এতে নানা নেগেটিভ ছবি দেখলে তার প্রভাবে আপনার দিন খারাপ যেতে পারে।
মেনে চলুন কিছু ছোট্ট টিপস আর ভালো থাকুন।
Highlights
1. সকালে ঘুম থেকে উঠে এই কাজ গুলি করবেন না !
2. মেনে চলুন কিছু ছোট্ট টিপস আর ভালো থাকুন
#Astrology #Astro #Tips #Life Style #Horoscope