সঠিক মন্ত্র উচ্চারণে করুন মা তারার আরাধনা ! মনে আসবে শক্তি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সঠিক মন্ত্র উচ্চারণে করুন মা তারার আরাধনা ! ” এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ ’ এবং ‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।” মা কালীর পূজায় প্রদীপ প্রদান এবং ধূপকাঠি প্রদানের মন্ত্র। হিন্দু দেব দেবীদের মধ্যে অন্যতম প্রধান শক্তির দেবী হলেন মা কালী বা তারা। এই দেবীর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি মহাকালী। মা কালীর বিভিন্ন রুপের মধ্যে বাঙালি হিন্দু সমাজে বিশেষত কালীর মাতৃরূপের পূজা বিশেষ করা হয়ে থাকে। প্রাচীন শাস্ত্র ও তন্ত্র মত অনুসারে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। যেমন মা দক্ষিণাকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী,কৃষ্ণকালী ইত্যাদি হল মা কালী বা তারার বিভিন্ন শক্তির রূপ।

এছাড়া “ব্রহ্মময়ী”, “ভবতারিণী”, “আনন্দময়ী”, “করুণাময়ী” ইত্যাদি রূপে কালী মা পূজিত হয়। আপনারা নিশ্চই জানেন মায়ের যেমন রূদ্রমূর্তি পূজিত হয় তেমনই কালী মায়ের মমতাময়ী মাতৃ রূপও পূজিত হয়। তারাপীঠের সাধক বামাক্ষ্যাপা ছিলেন কালী মায়ের অন্যতম সাধক। তাঁর জীবনের নানা দুর্বল সময়ে মা তারা তাঁকে অনেক শক্তি জুগিয়ে তাঁর পাশে ছিলেন। সেই থেকে দুর্বল সময়ে একমাত্র ভরসা তারা মা। বিপদে আপদে তাই সবাই তারা মায়ের শরণাপন্ন হন। মা তারা জীবনের প্রতিটি মুহুর্তে তাঁর ভক্তের পাশে থেকে জীবনকে সুন্দর  করে তোলেন। তাই জগত সংসারে মা তারার মহিমা অসীম। তাই শক্তি ও অনুপ্রেরণার প্রতীক মা তারা।

আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে

দেশের নানা সতীপিঠে নানা রূপে পুজিত হন।

Highlights

1. সঠিক মন্ত্র উচ্চারণে করুন মা তারার আরাধনা !

2. দেশের নানা সতীপিঠে নানা রূপে পুজিত হন

#মা তারা #GODS #TIPS #ASTRO

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন