Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বর্তমান প্রজন্ম, সন্তানের জন্ম দেওয়া নিয়ে নানা রকম জটিলতার সম্মুখীন হচ্ছে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দেখা দিচ্ছে এই সমস্যা। বিবাহিত জীবনে সন্তান লাভ করা বা সুস্থ সন্তানের জন্ম দেওয়া এত সহজ কথা নয়। দীর্ঘ ৯ মাস ধরে মায়ের গর্ভে একটু একটু করে বড় হয়ে ওঠে সন্তান। এই সময়টা সব মেয়ের কাছে সব থেকে সুন্দর সময়। এই সময় মেয়েরা নানান শারীরিক জটিলতা, নানান কষ্ট সহ্য করে জন্ম দেয় সন্তানের। গর্ভধারণ থেকে সন্তানের জন্ম দেওয়া, পুরো সময়টা প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হয় মেয়েদের। আর গর্ভধারণ সংক্রান্ত জটিলতা দেখা দিলে মেনে চলতে পারেন বাস্তু শাস্ত্র। তবে রইলো বেশ কিছু উপায়।
আরো পড়ুন :- বুধাদিত্য যোগের ফলে এই ৫টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে
আপনার ঘরে রাখুন কৃষ্ণের বালক রূপের ছবি। কৃষ্ণের ছবি ঘরে রাখলে সহজে উপকার পাবেন। শাস্ত্র মতে, ঘরে কৃষ্ণের ছবি রাখলে সন্তান লাভ সম্ভব। তবে, কৃষ্ণের বালক রূপের ছবি রাখবেন। তবেই মিলবে উপকার।
স্বামী-স্ত্রী ঠিক দিকে শোওয়া সবার আগে দরকার। স্ত্রী সব সময় স্বামীর বাঁ দিকে ঘুমান। সঠিক নিয়ম মেনে চললে দাম্পত্য জীবনও সুখের হয়। সাথে সন্তান লাভ সম্ভব। সন্তান লাভের ক্ষেত্রে সবার আগে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকা দরকার।
হাতির চিত্র বা প্রতিমা রাখুন ঘরে। গৃহ সজ্জায় অনেকেই হাতির ছবি কিংবা প্রতিমা ব্যবহার করেন। দম্পতির ঘরে রাখুন এই ছবি। এতে উপকার পাবেন। আগেকার জমিদার বা রাজরাজারা হাতির মূর্তি বানিয়ে রাখতেন। ঘরে কোনও শো কেস থাকলে সেখানে রাখতে পারেন ছোট হাতির মূর্তি। কিংবা বেড সাইড টেবিলে রাখতে পারেন হাতির প্রতিমা। তা না হলে দেওয়ালে রাখুন হাতির ছবি। এতে ঘরে শুভ প্রভাব পড়বে।
বিছানায় সবুজ বাঁশি লুকিয়ে রাখুন। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই নিয়মের। খাটে বাঁশি লুকিয়ে রাখলে সন্তানে ধারণের ক্ষেত্রে ফল পাবেন। সন্তান লাভে সমস্যা হলে মেনে চলুন বাস্তু টোটকা।
পদ্ম ফুলের ছবি লাগাতে পারেন আপনার ঘরে। গৃহ সজ্জায় রাখুন পদ্ম ফুলের ছবি। আপনার ঘরের যে কোনও দিকে রাখতে পারেন এই ছবি। এতে দূর হবে সন্তান ধারণ সংক্রান্ত জটিলতা। তবে নিয়ম গুলি খুবই সহজ হলেও সঠিক ভাবে পালন করবেন।
আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)