Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বিশেষ কোনও শুভ কাজ করার সময় আমরা দিন-তারিখ, সময় বিচার করে থাকি। আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যা নির্দিষ্ট দিনে করলে সুফল পেতে পারেন। শুভ সময় কোনও কাজ করলে তার ভালো ফলাফল লাভ করা যায়। বিনা বাধায় সেই কাজ পূর্ণ হয়। আবার অনেক সময় ভুল দিনে কাজ শুরু করলে তাতে নানান প্রতিবন্ধকতা দেখা দেয়। জ্যোতিষ অনুযায়ী কোন দিন কোন কাজ করা শুভ, জেনে নিন ?
আরো পড়ুন :- আর্থিক ক্ষতির হাত থেকে মুক্তি পেতে সূর্যাস্তের সময় ভুলেও এই কাজ করবেন না
রবিবার —- ওষুধ খাওয়া শুরু করা উচিত। বাহন, চাকরি, পশু ক্রয়, যজ্ঞ, পুজো, অস্ত্র-শস্ত্র ক্রয়, ধাতু ক্রয়, বস্ত্র কেনা শুভ। কোনও বিবাদ সমাধানের জন্য পরামর্শ নিতে হলে তার জন্য রবিবারের দিনটি বেছে নেওয়া উচিত।
সোমবার —- কৃষি সংক্রান্ত কাজ, যেমন বীজ বপন, বাগানের কাজ, পশুপালন, কৃষি সংক্রান্ত যন্ত্র ক্রয়ের জন্য সোমবারের দিন উপযুক্ত। সোমবার ভ্রমণ, যাত্রা, শিল্প কার্য, নতুন বস্ত্র রত্ন বা অলঙ্কার ধারণ করার জন্য অত্যন্ত শুভ দিন।
মঙ্গলবার —– নিজের ঋণ শোধ করতে পরেন। গোয়েন্দা কার্য, সাক্ষ্য প্রদান, সেনা, যুদ্ধ ও নীতি সংক্রান্ত কাজ করার জন্য মঙ্গলবারের দিন বেছে নিন। কোনও বিবাদ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে তা আপনার পক্ষে আসবে।
বুধবার —— ছাত্রদের জন্য দিনটি খুবই ভালো। এদিন শিক্ষা সংক্রান্ত কাজ করা উচিত। বিদ্যারম্ভের জন্যও বুধবারের দিন উপযুক্ত। গৃহ প্রবেশ করা, হিসেব নেওয়া, রাজনীতি সংক্রান্ত কাজের জন্য এই দিনটিই বেছে নেবেন।
বৃহস্পতিবার —– নতুন পদ গ্রহণ করতে পারেন। অলঙ্কার ধারণ, নতুন গাড়ি চালানোর জন্যও দিনটি শুভ। রবিবার ছাড়া বৃহস্পতিবারও ওষুধ খাওয়া শুরু করা শুভ। যজ্ঞ, অনুষ্ঠান করলেও মনস্কামনা পূরণ হতে পারে।
শুক্রবার —– অন্ন মজুত করার জন্য শুক্রবারকে সর্বোত্তম মনে করা হয়। পারিবারিক কাজ শুরু করতে পারেন এদিন। কোনও জাতক আতর, নাটক, ফিল্ম বা সঙ্গীত সংক্রান্ত কাজ করতে চাইলে, শুক্রবার তার সূচনা করা উচিত
শনিবার —— শনিকে ন্যায়ের দেবতা মনে করা হয়। কারও সাক্ষ্য প্রদান করতে পারেন। পুরনো বিবাদ মেটাতে পারেন। শনিবার ধাতু, মেশিনারির জিনিস বা কোনও বাহন কিনতে পারেন। শনিবার নতুন ঘরে প্রবেশ করার জন্যও উত্তম দিন।
আরো পড়ুন :- এই তিন রাশির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে , আপনিও কি আছেন সেই তালিকায়
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )