Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বেশ কিছু টোটকা সঠিক ভাবে মেনে চলতে পারলে জীবনের অনেক সমস্যাই কাটানো যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। আমাদের বাড়িতে পাওয়া যায় এমন অনেক সাধারণ জিনিসের টোটকা দিয়ে আমাদের জীবনে গ্রহের অবস্থান ভালো করতে সাহায্য করে। জেনে নিন রুটির জ্যোতিষ টোটকা। অর্থাত্ রুটি দিয়ে কী ভাবে ভাগ্য ফেরানো যায়, তা জেনে নিন।
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
জ্যোতিষশাস্ত্র অনুসারে রুটির নানা উপকারিতা আছে। রুটি শুধু স্বাস্থ্যকর খাবারই নয়, বরং জীবনে সাফল্য পেতে ও আর্থিক সৌভাগ্যের জন্যও রুটি ব্যবহার করা যায়। রুটির এমনই কিছু অবাক করা ব্যবহার নিয়ে আলোচনা করা হল এখানে।
১. যদি জন্মছকে রাহুর অবস্থা খারাপ হয়, তাহলে জাতকের রাহুদশা চলছে। রুটির সাহায্যে রাহুর দশা দূর করা সম্ভব। টাটকা বা বাসি রুটিকে সর্ষের তেল মাখিয়ে কালো কুকুরকে খাইয়ে দিন। রাহু দশা দূর করা সম্ভব।
২. জন্মছকে পিতৃদোষ থাকলেও রুটি আপনার জন্য উপকারী হতে পারে। অমাবস্যায় দুটি রুটি ও কিছুটা পায়েস বানান। রুটি আর পায়েস কোনও গোরুকে খাইয়ে দিন। এর ফলে পিতৃদোষ দূর করা সম্ভব।
৩. বাড়িতে অশান্তির পরিবেশ থাকলে তা দূর করতেও রুটির টোটকা কাজে লাগান। রোজ প্রথম রুটিটা বানিয়ে কোনও কুকুরকে খাইয়ে দিন। এর ফলে বাড়িতে সুখ ও শান্তি ফিরবে।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
৪. আর্থিক সমস্যায় জেরবার হলেও আপনার সৌভাগ্য ফিরতে পারে রুটির টোটকায়। রুটির মধ্যে চিনি মাখিয়ে ঘরের যেখানে পিঁপড়ের বাসা, সেখানে রেখে দিন। কালো পিঁপড়েকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মী আপনার উপর প্রীত হবেন এবং আর্থিক কষ্ট দূর করবেন।
৫. রুটি বানানোর সময় প্রথম রুটিটা ডালের সঙ্গে মিশিয়ে গোরুকে খাইয়ে দিতে পারেন। ফলে বিভিন্ন গ্রহদশা দূর হবে এবং পরিবারে সুখ ও শান্তি ফিরবে। এছাড়া আপনি চাইলে শুকনো রুটিও গরুকে খাওয়াতে পারেন।
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )