Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- প্রবাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় , যেমন – হিন্দিতে মুঙ্গা , সংস্কৃতে বিদ্রুম ভৌমরত্ন, অঙ্গারক মণি, রক্তাংগ, অম্বুধিবল্লভ ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। প্রবল একপ্রকার জলজ উদ্ভিদ। এই প্রবল রত্নটি অস্বচ্ছ ও বিভিন্ন রঙের হয়ে থাকে। এই রত্ন জাপান , মরিশাস , মালয়েশিয়া , ইটালী , অস্ট্রোলিয়া , স্পেন , ভুমধ্যসাগর , লোহিত সাগর এই অঞ্চলে সমুদ্রের নিচে পাওয়া যায়। গাঢ় লাল বর্ণের প্রবাল বিশেষ ফল দায়ী। যেই প্রবাল শক্ত , দাগশুন্য , স্বচ্ছ , পুরু ও মসৃন সেই প্রবল ভালো ফল দিয়ে থাকে।
প্রবল বিভিন্ন রঙের হয়ে থাকে গাঢ় লাল , সাদা , কমলা রঙের হয়ে থাকে। এই প্রবাল চর্মরোগ নিবারণ করতে কাজে আসে , সম্পদ বৃদ্ধি ও ভূসম্পত্তি লাভ ও মঙ্গোল গ্রহের প্রতিকার্থে এই রত্ন ব্যবহার করা হয়।
আরো পড়ুন :- প্রতিদিন বাড়ছে পারিবারিক অশান্তি ? শোবার ঘরে এই জিনিস গুলো নেইতো
কোনো প্রাপ্ত বয়স্ক মানুষ যদি প্রবাল ধারণ করেন তবে তার জন্য ১০ থেকে ১২ রতি প্রবালের প্রয়োজন হয় বা ধারণ করা উচিত। এই প্রবাল ধারণ করার আগে তামা , রুপো ও সোনা ধাতু ব্যবহার করে তবেই ধারণ করুন। এই রত্ন মঙ্গলবার নিজের ইষ্টদেবতাকে স্মরণ করে ধারণ করা উচিত।
তবে এই রত্ন ধারণের আগে তাকে শুদ্ধ করে নেওয়া উচিত। এই রত্ন শোধন করতে কাঁচা দুধে রক্তচন্দন দিয়ে তার মধ্যে চুবিয়ে শোধন করুন। এছাড়াও গ্রহ পুজো করে এই রত্ন শোধন করতে পারেন।
আরো পড়ুন :– এই নববর্ষে এই রাশি গুলির ব্যাপক অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)