Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- বাস্তু আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে। কারণ আমরা প্রত্যেকেই বাড়িতে বসবাস করি। অনেক সময় দেখা যায় কোনো ছোট্ট কারণেই পরিবারে অশান্তি , ঝামেলা , ঝড়গা হয়ে থাকে বা লেগেই থাকে। বাড়ির বাস্তু খারাপ হলে সেই পরিবারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন স্বাস্থ্যে খারাপ হোক বা পারিবারিক অশান্তি।
বাস্তু দোষের ফলে সম্পর্কে ভাঙ্গন পর্যন্ত হতে পারে। বাস্তু মতে সম্পর্কে সম্পর্কে ভাঙ্গন রোধে কিছু নিয়ম পালন করা উচিত। চলুন জেনে নেওয়া যাক বাস্তু মতে সম্পর্কে ভাঙ্গন রোধের নিয়ম গুলি।
আরো পড়ুন :- আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফেরাতে বাড়ির সদর দরজার দিকে ধ্যান দিন ! রইলো টিপস
১. বেডরুমের দরজার দিকে মুখ করে খাট রাখবেন না। ছিড়ে যাওয়া বেডকভার কখনো পাতবেন না। এতে দাম্পত্য কলহ বৃদ্ধি পায়।
২. যারা অবিবাহিত তারাও ছিড়ে যাওয়া বেডকভারে শোবেন না। এতে পারিবারিক সম্পর্কের পাশাপাশি প্রেম জীবনেও বাধা আসতে পারে।
৩. পরিবারে যদি সর্বদা ঝড়গা , অশান্তি লেগে থাকে তবে বাড়ির মূল দরজার সামনে একটি সাদা গণেশের মূর্তি লাগান এতে বাড়ির নেতিবাচক এনার্জি দূর হবে।
৪. বেড রুমে কখনো ডুবে যাওয়া জাহাজ বা নৌকোর ছবি লাগাবেন না। এতে পারিবারিক সম্পর্কে স্নেহের সম্পর্ক নষ্ট হতে থাকে।
৫. বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে তাহলে প্রতিদিন পুজো করবার আগে কাঁচা দুধ ও গঙ্গার জল এক সাথে মিশিয়ে বাড়িতে ছিটান এতে বাড়ির বাস্তু উন্নত হবে।
৬. কোনো ভগবানের ছবি বা মূর্তি বেড রুমে রাখবেন না।
৭. বেড রুমে খাট উত্তর বা উত্তর – পূর্ব দিকে রাখুন , এতে দাম্পত্য সম্পর্কে গভীরতা বৃদ্ধি পায়। এছাড়া বেড রুমে ফুল রাখতে পারেন।
৮. মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রতিদিন সন্ধ্যায় তুলসীতলায় দিন। এতে উপকার পাবেন।
আরো পড়ুন :- বিবাহিত জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন এই টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)