সাফল্যের রহস্য লুকিয়ে রয়েছে গায়ত্রী মন্ত্রের মধ্যেই, এভাবে জপ করুন মন্ত্র

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু ধর্ম শাস্ত্রে প্রতিটি দেবতার জন্য আলাদা আলাদা মন্ত্রের কথা বলা হয়েছে। আর মন্ত্র জপ একজন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে। আর প্রতিটি মন্ত্রের নিজস্ব গুরুত্ব রয়েছে। বিশেষ ইচ্ছা পূরণের জন্য দেবতাদের মন্ত্র জপ করা হয়। এর মধ্যে একটি হল গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রকে অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী মনে করা হয়। এতে মনে শান্তি আসে। সেই সঙ্গে ব্যক্তির মানসিক চাপও দূর হয়। গায়ত্রী মন্ত্র ছাত্র এবং ছোট শিশুদের পাঠ করা উচিত। বিশেষ পদ্ধতিতে করা হলে শিশুদের মনে একাগ্রতা ও জ্ঞান বৃদ্ধি পায়।

আরো পড়ুন :- বাস্তু দোষ কাটাতে ও সংসারে সুখ-শান্তি বজায় রাখতে মানুন এই নিয়ম 

গায়ত্রী মন্ত্র জপের উপযুক্ত সময় :- গায়ত্রী মন্ত্রকে হিন্দু ধর্মের চারটি বেদের মূল সার বলে মনে করা হয়। গায়ত্রী মন্ত্র জপ শিক্ষার্থীদের জন্য বিশেষ উপকার দিয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য, সকালে সূর্যোদয়ের একটু আগে এই মন্ত্রটি জপ করতে হবে। প্রসঙ্গত, বিকেলেও গায়ত্রী মন্ত্র জপ করা যায়। স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা হয়। তবে যেকোনো বয়সের মানুষই গায়েত্রী মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্রের শক্তি এতটাই যে মানুষের জীবনে সফলতা , সুখ ও শান্তি এনে দেয়।

গায়ত্রী মন্ত্র:-

ওঁ ভূর্ভুবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।

 

susanto sastri

 

গায়ত্রী মন্ত্রের বাংলা অনুবাদ :- “আসুন আমরা সেই স্বর্গীয় সূর্যদেবের সর্বশ্রেষ্ঠতাকে পূজা করি, ঈশ্বর এর সেই শক্তি যে সবকিছুকে আলোকিত করে, যিনি সবকিছুকে পুনরায় সৃষ্টি করেন, যার থেকে সবকিছু অগ্রসর হয়, যার কাছে সবকিছু অবশ্যই ফিরে যাবে, যাকে আমরা আমাদের উপলব্ধিকে তাঁর পবিত্র আসনের দিকে আমাদের অগ্রগতিকে সঠিকভাবে পরিচালনা করতে আবাহন করি।”

আরো পড়ুন :- আথিক উন্নতির জন্য মানি প্ল্যান্ট বাড়ির কোথায় রাখবেন ?

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla news dunia Desk

মন্তব্য করুন