Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার বিশ্বকর্মা পুজো ৷ বিশ্বকর্মা পুজোর শুভ তিথি প্রতিবছরই বয়ে আনে আগমনীর সুর। কারিগরির দেবতা রুপে ধরাধামে পুজিত হন বিশ্বকর্মা ঠাকুর। চলতি বছরে বিশ্বকর্মা পুজোর নির্ঘন্ট হচ্ছে ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, শনিবার। এই শুভ দিনে বেশ কিছু টোটকা করলে বাস্তুদোষ দূর হয়, সংসারে ঐশ্বর্য বৃদ্ধি হয় ৷ চলুন দেখে নেওয়া যাক কী কী করা উচিৎ এইদিন ৷
আরো পড়ুন :- এই মাসে তৈরি হওয়া বুধাদিত্য যোগের ফলে এই রাশি গুলির মানুষদের আর্থিক উন্নতি ঘটবে
১) এই দিন সকালে স্নানের সময় জলে কালো তিল মিশিয়ে নিন ৷
২) বাড়িতে যা যা যানবাহন অথবা মেশিন রয়েছে সেগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধূপ-ধুনো দিয়ে পুজো করুন।
৩) বাড়িতে বিশ্বকর্মা পুজো করলে মনে রাখবেন, অবশ্যই বিশ্বকর্মা ঠাকুরের হাতে কাশফুল দিতে হবে।
৪) বিশ্বকর্মার নৈবেদ্যতে দিন সাদা মিষ্টি, হলুদ ফল ও ফুল এবং বাতাবি লেবু।
৫) বিশ্বকর্মা পুজোর সময় ঠাকুরের হাতে একটি ঘুরি দিন এবং পুজোর পর সেই ঘুরি বাড়িতে বা কাজের জায়গায় রেখে দিন ৷
৬) বাড়ির যানবাহনের চারপাশে একটি নারকেল নিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে সাতবার ঘোরান।
৭) যানবাহনের চাকার সামনে লেবু রেখে একটু চালিয়ে নিন ৷ এরপর সেই লেবুগুলি জলে ভাসিয়ে দিন ৷
৪) এই তিথিতে অবশ্যই বাড়িতে খান নিরামিষ খাবার।
৯) এদিন বাড়িতে কেউ এলে তাকে অভুক্ত ফেরাবেন না একদম ৷
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )