Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- বুদ্ধ পূর্ণিমা হিন্দু মতে অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিন নানা রকম শুভ কাজ করা হয়। এই তিথিতে আমরা বহু শুভ কাজ করে থাকি । এই তিথিতে কোনো কাজ ভক্তি এবং সঠিক নিয়ম মেনে করা হলে তার শুভ ফল পাওয়া যায় খুব দ্রুত। বুদ্ধ পূর্ণিমার দিন এই নিয়ম গুলো সঠিক ভাবে পালন করলে জীবনে সাফল্যের শিখরে পৌঁছতে সময় লাগবে না। চলুন দেখে নেওয়া যাক নিয়ম গুলি কি কি।
১. যাঁদের দীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তাঁরা এই দিন অবশ্যই গুরুগৃহে বা গুরুর মন্দিরে গিয়ে গুরুর উদ্দেশে কিছু দান ধ্যান করুন। এর ফলে গুরুর কৃপা আপনার ওপর সর্বদা বজায় থাকবে এবং গুরুর আশির্বাদে সকল কাজে সাফল্য পাবেন। যাঁরা গুরুগৃহে বা মন্দিরে যেতে পারবেন না তাঁরা কাছাকাছি কোনও মন্দিরে কিছু দান করতে পারেন।
আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ
২. এই দিন কোনও মতেই বাড়িতে আমিষ রান্না করা যাবে না। নিরামিষ রান্না করতে হবে। আর নিরামিষ খাবার গ্রহণ করবেন।
৩. এই দিন রাতে বাড়ির চার কোণে চারটি মাটির সরষের তেলের প্রদীপ জ্বালান উপকার পাবেন।
৪. এই দিন বাড়িতে পাঁচটা ৯ বছরের কম বয়সের বাচ্চাদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মানা হয়।
৫. এই দিন নিজের রাশি, লগ্ন অনুযায়ী রঙিন পাথর ভাল করে গঙ্গার জলে ধুয়ে ঠাকুরের কাছে রেখে পুজো করুন। তারপর টাকা রাখার জায়গায় রেখে দিন আর্থিক উন্নতি আসবে ।
৬. এই বুদ্ধ পূর্ণিমার দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলা চন্দ্র দেবকে জল অর্পণ করে তার পর উপবাস ভঙ্গ করতে হবে। যখন জল অর্পণ করা হবে তখন মনের সব বাসনা জানাতে হবে।
আরো পড়ুন :- নতুন বাড়ি তৈরির সময় অবশই মাথায় রাখবেন এই বিষয় গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক