সামনে মা বিপত্তারিণীর পূজা ! জেনে নিন পালন করার নিয়ম বিধি ও নির্ঘণ্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতর গুরুত্ব অনেক। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দিন গুলিতে বিপত্তারিণীর ব্রত হয়। দেবী দুর্গার ১০৮ অবতার এবং দেবী সঙ্কটনাশিনীর রূপ মা বিপত্তারিণী। ভক্তি মনে এই পুজো করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর বিশেষ নিয়ম হল সব কিছু ১৩টা করে উৎসর্গ করতে হয় দেবীকে।

avilo home

বিপত্তারিণী পুজো ২০২১-র তারিখ —-

আগামী ১৩ জুলাই (২৩ আষাঢ়), মঙ্গলবার এবং ১৭ জুলাই (৩২ আষাঢ়) শনিবার পালন করা হবে বিপত্তারিণীর ব্রত।

উপকরণ —–

ঘট, আম্র পল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩ গাছি গিঁট দেওয়া লাল সুতো (সঙ্গে ১ত টি দূর্বা বাঁধা), ১৩টি দূর্বা, ১৩টি পান ও ১৩টি সুপুরি।

পুজোর নিয়ম ——

১. আগের দিন নিরামিষ আহার করলে ভাল।

২. নিষ্ঠা ভাবে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়।

৩. পুজো শেষে ১৩ টা লুচি ও ১৩ রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে।

৪. পুজো হয়ে গেলে মায়ের পায়ে অর্পণ করা ১৩ টি গিঁট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয়।

৫. এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয়। এটি অন্তত তিন দিন হাতেই রাখার নিয়ম।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন