Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আগামী ন’দিন বৃশ্চিক রাশিতে থাকবে সূর্য। সেইসময় একাধিক রাশির উপর সূর্যের আশীর্বাদ থাকবে। তার ফলে সেই রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যকে আত্মা, মান-সম্মান, সাফল্য, উন্নতি এবং পরিষেবার কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের এই সময়টা দারুণ কাটবে —
আরো পড়ুন :- আগামী ৪ মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতকদের, বৃহস্পতির সৌজন্যে পাল্টাবে ভাগ্য
১. মিথুন রাশি :- হাতে টাকা আসবে। যার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। এই সময় মান-সম্মান বাড়বে। এই সময় সুখের সময় হবে , জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। চাকরি এবং ব্যবসার জন্য দুর্দান্ত সময় কাটবে। নিজের কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
২. বৃষ রাশি :- কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে যে কাজ করছেন, তা প্রশংসিত হবে। এই সময় আপনার আর্থিক অবস্থা দৃঢ় হবে। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে দুর্দান্ত সময় কাটবে। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আপনার মান-সম্মান বাড়বে। আপনার দাম্পত্য জীবন সুখকর হবে।
৩. কন্যা রাশি :- চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে এই সময়। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। দাম্পত্য জীবন সুখকর হবে। যাঁরা সরকারি চাকরির আশায় আছেন, তাঁদের জন্য সময় ভালো কাটবে। এই সময় জীবন সুখে পরিপূর্ণ হবে।
৪. মকর রাশি :- হাতে টাকা আসবে এই সময় যার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে সময় দুর্দান্ত কাটবে। এই সময় আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে।
আরো পড়ুন :- এই মাসে মা ও জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন এই রাশির জাতকরা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)