Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- এই বিশ্বের সকল সুস্থ ব্যাক্তিই চান তিনি যাতে প্রচুর অর্থের মালিক হতে পারেন। তার কাছে সর্বদা যাতে অর্থ থাকে। কিন্তু এই ইচ্ছে সকলের পূরণ হয়না। তবে এমন হয় কোনো সময় মানুষের কাছে টাকা থাকে আবার কোনো সময় মানুষের কাছে টাকা থাকেনা। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে জ্যোতিষ মতে এর পিছনে ওই রাশির গ্রহ ও নক্ষত্রের কারণেই এমনটা ঘটে থাকে। তবে চলুন দেখে নেওয়া যাক এই মাসে কোন রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে , ভালো না মন্দ –
১. মেষ রাশি :- এই মাসে মেষ রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ঠিক থাকবে।
২. বৃষ রাশি :- এই মাসে বৃষ রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা মধ্যম থাকবে তবে ঋণ নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
৩. মিথুন রাশি :- এই মাসে মিথুন রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা শুভ অথাৎ ভালো বলা যায়।
৪. কর্কট রাশি :- এই মাসে কর্কট রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকবে তবে স্বাস্থ্যের জন্য অর্থ খরচ হতে পারে।
আরো পড়ুন :- সেপ্টেম্বর মাস কোন রাশির মানুষদের কেমন যাবে দেখুন একনজরে
৫. সিংহ রাশি :- এই মাসে সিংহ রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না। ঋণ নিয়ে সমস্যা হতে পারে।
৬. কন্যা রাশি :- এই মাসে কন্যা রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা অর্থ খরচ বন্ধ করতে হবে।
৭. তুলা রাশি :- এই মাসে তুলা রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা খুবই ভালো বলা যায়।
৮. বৃশ্চিক রাশি :- এই মাসে বৃশ্চিক রাশির জাতক -জাতিকাদের আর্থিক ক্ষেত্র শুভ বলা যায়। তবে শত্রুর দ্বারা অর্থের হানি হতে পারে।
৯. ধনু রাশি :- এই মাসে ধনু রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। তবে মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হতে পারে।
আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি
১০. মকর রাশি :- এই মাসে মকর রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা মাসের প্রথম অর্ধে একটু চাপে থাকলেও দ্বিতীয় অর্ধে শুভ বলা যায়।
১১. কুম্ভ রাশি :- এই মাসে কুম্ভ রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা খুব ভালো থাকবে।
১২. মীন রাশি :- এই মাসে মীন রাশির জাতক -জাতিকাদের আর্থিক অবস্থা মাসের প্রথম অর্ধে ভালো থাকলেও দ্বিতীয় অর্ধে তা অতটা ভালো থাকবে না।
আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)