সেপ্টেম্বর মাস কোন রাশির মানুষদের কেমন যাবে দেখুন একনজরে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- এখানে আরো একটি নতুন মাস নিয়ে আলোচনা করবো। ইংরেজি বছরের এটি নবম তম মাস। এই মাসে কোন রাশির জাতক – জাতিকাদের কেমন যেতে পারে তা নিয়ে আলোচনা করবো। তবে দেখে নেওয়া যাক কোন রাশির মানুষদের কেমন যেতে পারে এই মাস।

১. মেষ রাশি :- এই মাসে মেষ রাশির জাতকের অসুস্থ হওয়ার আশঙ্কা কম। মাসের প্রথম সপ্তাহের পর প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রু সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে ঋণ নিয়ে থাকলে ঋণ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।

২. বৃষ রাশি :-  বৃষ রাশির এই মাসে রোগ সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা কম। এই মাসে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির হবে । তবে এই মাসটি এই রাশির জন্য ভালো বলা যায়।

৩. মিথুন রাশি :- এই মাসে মিথুন রাশির শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। ঋণ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সাবধান থাকুন। নিজের পরিবারের লোকের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলুন।

আরো পড়ুন :– জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা

৪.  কর্কট রাশি :- কর্কট রাশির মানুষদের এই মাসের নিজের উপর খেয়াল রাখা উচিত। অথাৎ শারীরিক ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরী। পড়াশুনোর উপর মনোযোগ বাড়ানোর চেষ্টা করা দরকার। যারা বিদেশে বসবাস করেন তারা শুভ ফল পাবেন। প্রতিযোগিতা এবং ঋণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

৫. সিংহ রাশি :-  সিংহ রাশির জাতক – জাতিকাদের এই মাসে রাস্তাঘাটে সাবধানে চলা ফেরা করা উচিত , কারণ দুর্ঘটনার ঘটতে পারে। তবে রোগ সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা কম। নিজের বন্ধু – বান্ধবদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন।

niladri misra

৬. কন্যা রাশি :- এই রাশির মানুষরা এই মাসের শুরুতে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষাথীদের নিজের পড়াশুনোর উপর জোর দেওয়া উচিত হবে। চাকরি প্রার্থীদের নতুন চাকরির যোগ রয়েছে। মাসের দ্বিতীয় অর্ধে প্রতিযোগিতা এবং ঋণ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

৭. তুলা রাশি :- তুলা রাশির জাতকের শারীরিক এবং রোগ সংক্রান্ত সমস্যায় ভোগার কোনো সম্ভাবনা নেই এই মাসে। তবে এই রাশির জাতক – জাতিকা যারা কর্মের সাথে জড়িত তাদের কর্মক্ষেত্রে কাজের উপর জোর দেওয়া উচিত। ব্যাবসার জন্য ভালো সময়।

৮. বৃশ্চিক রাশি :- বৃশ্চিক রাশির এই মাসে প্রতিযোগিতার ক্ষেত্র শুভ। শত্রু সংক্রান্ত সমস্যার ক্ষেত্রও শুভ। ব্যাবসায় উন্নতির যোগ রয়েছে। তবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে।

আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি 

৯. ধনু রাশি :- ধনু রাশির জাতক-জাতিকাদের কর্মের জন্য এই মাসটি অত্যান্ত অশুভ বলা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে নিজের বিচক্ষণতা ও পরিশ্রমের দ্বারা সব বাধা দূর করতে পারবেন। যারা ব্যাবসার সাথে যুক্ত তাদের জন্য ভালো সময়। এই মাসে স্বাস্থ্যে ভালো থাকবে।

১০. মকর রাশি :- এই রাশির এই মাসের কর্মে শুভ ফল লাভ হবে। যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য ভালো সময়। বিদেশে বসবাস কারীরা দেশে ফিরতে পারেন। ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে।

১১. কুম্ভ রাশি :- এই রাশির মানুষদের এই মাসে নিজের স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখা প্রয়োজন। ঋণ সংক্রান্ত ব্যাপারে শুভ ফল লাভ হবে। কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হবে। তবে সাবধানে চলাফেরা করবেন। অর্থের আগমন সচল থাকবে।

১২. মীন রাশি :- এই মাসে মীন রাশির স্বাস্থ্যে ভালো থাকবে তবে মাসের দ্বিতীয় অর্ধে ফলের কিছুটা পরিবর্তন হতে পারে। ব্যাবসায় উন্নতির যোগ রয়েছে। পড়াশুনোর সাথে যুক্তরা ভালো ফল পাবেন। এই মাসে এই রাশির মানুষদের কোনো মনের ইচ্ছে পূরণ হতে পারে।

আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন