Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- রুদ্রাক্ষ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। যেই রুদ্রাক্ষ আমলার আকারে সেই রুদ্রাক্ষকে সব চেয়ে সেরা বলে মনে করা হয়। এছাড়া যেই রুদ্রাক্ষ মার্বেল আকারের হয় সেই রুদ্রাক্ষ মাঝারি ফল দেয় আর যেই রুদ্রাক্ষ কুলের বিচের সমান হয় সেই রুদ্রাক্ষ সামান্যতম ফল প্রদান করে থাকে। যেকোনো শুভ ক্ষনে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তবে সোমবার রুদ্রাক্ষ ধারণের জন্য উপযুক্ত সময়।
রুদ্রাক্ষ ধরণের আগে পঞ্চমৃত , পঞ্চগব্য , দুধ ও গঙ্গার জল দিয়ে শুধু করে নিন। বাড়িতে যদি রুদ্রাক্ষের পুজো করা হয় তবে বাড়িতে মা লক্ষী বসবাস করেন। এর ফলে বাড়িতে কখনো খাদ্য , পোষাক , অর্থ ও শস্যের ঘাটতি হয় না। যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের আমিষ খাবার ও মদ্য পান থেকে দূরে থাকা উচিত।
আরো পড়ুন :- সম্পর্কের ভাঙ্গন রোধে পালন করুন বাস্তুর এই নিয়ম গুলি
পুরান মতে ভগবান ভোলানাথের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিলো। এই কারণেই সাধু সন্যাসী ও শিব ভক্তেরা রুদ্রাক্ষের মালা পড়েন। এই রুদ্রাক্ষ যারা ধারণ করেন তাদের সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকা উচিত।
এই রুদ্রাক্ষ এক মুখী থেকে ১৪ মুখী পর্যন্ত হয়ে থাকে। যেইসব রুদ্রাক্ষ পুরানো ভাঙা , গোল নয় , খারাপ সেই সব রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়। ভালো ও ছোট দানা যুক্ত রুদ্রাক্ষ ধারণ করুন। এই রুদ্রাক্ষ লাল সুতো , রুপা ও সোনায় ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ ধারণ করার পর প্রতিদিন সকালে ” ওং নমঃ শিবায় ” এই মন্ত্রটি ১০৮ বার জপ করা ভালো। শাস্ত্র মতে রুদ্রাক্ষ আমাদের ধর্ম , শাস্ত্র , অর্থ , বিশ্বাস , কাজ , মোক্ষ প্রদান করে থাকে।
আরো পড়ুন :- জানুন কোন স্বপ্ন গুলি আর্থিক উন্নতি , সুখ – সমৃদ্ধির ইঙ্গিত দেয়। আপনি কি দেখেন এই স্বপ্ন ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)