সৌভাগ্য ফিরে পেতে, বাস্তু মেনে ঘরে রাখুন এই জিনিস গুলি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :-  জ্যোতিষ শাস্ত্রের ওপর মানুষের ভরসা চিরকালের। কোনো নতুন কাজে হাত দিতে, বিবাহের জন্য কিংবা যে কোনও শুভ কাজ করার আগে অনেকেই জ্যোতিষ শাস্ত্র মেনে করে থাকেন। আর সেই জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু শাস্ত্র। বাস্তু বলতে শুধু যে বাড়ি ঘর তা নয়। আপনার বাড়ির কোন দিকে কোন ঘর হবে, তা যেমন রয়েছে শাস্ত্রে, তেমনই ঘরের কোন দিকে কী রাখা শুভ- সে কথাও উল্লেখ রয়েছে। বাস্তু শাস্ত্র মেনে, বহু মানুষ আজকাল ঘর সাজাচ্ছেন। এতে যেমন  জীবনের বাধা দূর হচ্ছে তেমনই আর্থিক উন্নতি হচ্ছে। বাস্তু শাস্ত্র মতে, ঘর সাজানোর উপকার রয়েছে বিস্তর। তাই আজ রইল পাঁচটি নিয়ম। সৌভাগ্য লাভ করতে মেনে চলুন এই পাঁচ নিয়ম। তবে চলুন দেখে নেওয়া যাক- কোন কোন জিনিস ঘরে রাখলে মিলবে সৌভাগ্য।

আরো পড়ুন :- বাস্তু দোষ কাটাতে ও সংসারে সুখ-শান্তি বজায় রাখতে মানুন এই নিয়ম 

পারিবারিক সৌভাগ্য লাভ করতে গাছ রাখতে পারেন ঘরে। যেমন অ্যালোভেরা, পুদিনা, লাকি ব্যাম্বু, মানিপ্ল্যান্ট  রাখতে পারেন বাড়িতে এতে মিলবে সৌভাগ্য। ঘরে রাখুন এই কয়টি গাছের মধ্যে একটি, উপকার পাবেন।

 

susanto sastri

 

শোওয়ার ঘরে আয়না রাখতে বারন করা হয়ে থাকে। শাস্ত্র মতে, শোওয়ার ঘরে আয়না রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ হতে পারে। কিন্তু, জানেন কি এই আয়নার গুণেই আপনি সৌভাগ্য লাভ করতে পারেন। সঠিক নিয়মে আয়না লাগান মিলবে উপকার। শাস্ত্র মতে, মেঝে থেকে চার থেকে পাঁচ ফিট উচ্চতায় আয়না ঝোলান। সৌভাগ্য লাভ করবেন। তবে বিছানা থেকে নামার সামনে আয়না রাখবেন না।

সৌভাগ্য আনতে নীল রঙের কাপড় বেশ উপকারী। সৌভাগ্য লাভের জন্য নীল রঙের পর্দা টাঙাতে পারেন। এতে সৌভাগ্য লাভ করবেন বাড়ির সকল সদস্যই। নীল সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়।

পারিবারিক সৌভাগ্যে ফেরাতে বাঁশের আসবাব দিয়ে ঘর সাজাতে পারেন। তা না হলে, বাঁশের তৈরি শো পিস রাখুন। এতেও পাবেন সমান উপকার। বাঁশের তৈরি দ্রব্য শুভ বলে মনে গণ্য হয়। তবে বাঁশের তৈরী কিছু না পেলেও চেয়ার পাবেন। তাই কিনে আনুন।

আরো পড়ুন :- আথিক উন্নতির জন্য মানি প্ল্যান্ট বাড়ির কোথায় রাখবেন ?

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla news dunia Desk

মন্তব্য করুন