Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- স্নান আমাদের দেশের মানুষের প্রতি দিনের একটি অপরিহার্য কাজ যা আমাদের শরীর-মন-প্রাণকে পবিত্র করে তোলে। অনেকেরই হয়তো জানা নেই যে স্নান শুধু আমাদের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই করা হয় না। স্নানের সময় জলের মাধ্যমে আমাদের শরীরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। জলের মধ্যে পজিটিভিটি থাকে। যখন আমরা স্নান করি তখন এই জলের মাধ্যমে আমাদের শরীরেও এই পজিটিভ এনার্জি প্রবেশ করে থাকে ।
আরো পড়ুন :- এই রাশির মানুষ গুলি কম বয়সেই অধিক অর্থের মালিক হয়ে উঠতে পারেন
তাই আমাদের প্রত্যেকের স্নান করার সময় কোনও রকম কুচিন্তা করা উচিত নয়। যার ফলে আমাদের মনোভাবও নিম্ন প্রকৃতির হতে শুরু করে। স্নানের সময় বিশেষ কিছু নিয়ম রয়েছে তা যদি সঠিক ভাবে পালন করা যায় তা হলে অনেক উপকার পাওয়া যায় এবং দারিদ্রও অনেকাংশে লোপ পেতে শুরু করবে।
১. স্নান করার পর শরীরের কোন অঙ্গটি সর্বপ্রথম মুছতে হয় তা আমাদের অনেকেরই জানা থাকে না। ফলে জীবনে নানা সমস্যায় পড়তে হয়। স্নানের পর সর্বপ্রথম মুছতে হয় শিরদাঁড়া। জ্যোতিষ শাস্ত্র মতে , মনে করা হয় এমনটা করলে দারিদ্রতা কখনও কাছে ঘেঁষতে পারবে না।
২. নদী, পুকুর বা বাড়িতে যেখানেই স্নান করা হোক না কেনো , প্রথমে মাথায় জল দিতে হবে। ভুল করেও প্রথমে পায়ে জল দিতে নেই। শাস্ত্র অনুসারে জলে নারায়ণের বাস। তাই জল সর্বপ্রথম মাথায় দিতে হয়।
৩.নিজের স্নান করার জিনিসপত্র যেমন সাবান, তেল, শ্যাম্পু, তোয়ালে এমনকি নিজের চিরুনি পর্যন্ত আলাদা রাখতে হয়। একে অপরেরটা ব্যবহার করা উচিত নয়।
৪. স্নান করার সময় সর্বদা ভাল চিন্তা ভাবনা করা উচিত। কোনও নেগেটিভ চিন্তা করা উচিত নয়। এতে শরীর ও মনের উপর কুপ্রভাব পরে।
আরো পড়ুন :- পান্নার এই গুণগুলি মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।