Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বর্তমান সময়ে বিয়ের প্রথম দিকে সব ঠিক থাকলেও সময়ের সঙ্গে বদল হতে থাকে সম্পর্কের সমীকরণ। বর্তমান সময়ে ছোট খাটো বিষয়ে অশান্তি, মানিয়ে নিতে না পারার মতো সমস্যা দেখা দেয়। দুজনের মতের অমিল দেখা যায়। আর এই সমস্যা শুরু হলে তা নিষ্পত্তি করা কঠিন হয়ে দাঁড়ায়। দাম্পত্য কলহ কিংবা মতের অমিল হলে মেনে চলতে পারেন জ্যোতিষ নিয়ম। দাম্পত্য জীবন সুখের হোক তা সকলেরই কাম্য। তাই দাম্পত্য সমস্যা সমাধানে হাজার প্রচেষ্টা ব্যর্থ হলেও, মেনে চলুন এই নিয়ম গুলি। দেখুন কী কী করবেন —
আরো পড়ুন :- বুধাদিত্য যোগের ফলে এই ৫টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে
জীবনে দাম্পত্য সমস্যা থেকে মুক্তি পেতে ব্রত পালন করুন। ১৬টি সোমবার ব্রত পালন করলে উপকার পাবেন। এই ব্রত পালন দাম্পত্য জীবনের যে কোনো কলহ থেকে মুক্তি দেবে।
আপনার বাড়িতে বা মন্দিরে মা দুর্গাকে লাল শাল দান করুন। এরই সাথে মাকে আপনার দাম্পত্য সম্পর্কের কথা খুলে বলুন। আর এর থেকে মুক্তি দিতে বলুন।
দাম্পত্য সম্পর্ক সুন্দর করতে রুদ্রাক্ষ ধারণ করুন। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পরলে উপকার পাবেন। রুদ্রাক্ষ সম্পর্কের কলহ দূর করে। স্বামীর সঙ্গে প্রায়শই অমিল হলে মেনে চলুন এই নিয়ম।
স্বামী হোক বা স্ত্রী প্রিয়জনের নামে প্রদীপ জ্বালান। এই প্রদীপ বাড়ির বা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। এতে সম্পর্কের উন্নতি হবে। দাম্পত্য কলহ দূর করতে এই নিয়ম পালন করুন। প্রতিদিনই প্রদীপ জ্বালাতে পারেন। এতে সম্পর্কের উন্নতি হবে।
তবে নিয়ম পালনের বাইরেও কিছু কথা বলতে চাই যে, সম্পর্কে নানা কারণে অশান্তি হতে পারে। কখনও হতে পারে পারিবারিক কারণে, কখনও হতে পারে দুজনের অ্যাডজাস্টামেন্টের অভাবে। তবে, সব থেকে বেশি যে কারণে অশান্তি হচ্ছে দেখতে পাওয়া যায় , তা হল ইগো।
আজকাল বহু সম্পর্কে স্বামী স্ত্রীর ভালোবাসার থেকে ইগো অনেক বড় হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য দুই জনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই নিয়ম পালনের মাধ্যমে। এতে একদিকে যেমন সম্পর্কে উন্নতি হবে তেমনই দূর হবে সকল কলহ। তবে আপনাদের সম্পর্ক খারাপের কারণ যদি ইগো হয়ে থাকে তবে ইগো কে দূরে রেখে নিজেরাই নিজেদের সম্পর্ক সুন্দর করার চেষ্টা করুন।
আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)