হনুমান জন্মোৎসবের দিন মেনে চলুন কিছু সহজ উপায়, পাবেন সুখ সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

hanuman

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :-  চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্মোৎসব পালিত হয়। এই দিনে পবন পুত্র শ্রী হনুমানের জন্ম হয়েছিল তাই দিনটি খুব আড়ম্বরে পালিত হয়। ৬ই এপ্রিল হনুমান জন্মোৎসব অথাৎ আগামীকাল হনূমান জয়ন্তী। এই দিনে, সারাদেশের হনুমান মন্দির গুলিতে ভক্তদের ভিড় থাকে এবং বজরঙ্গবলীর ভক্তরা এই দিনে বিভিন্ন আচার অনুষ্ঠান করে তার আশীর্বাদ চান।

শ্রী হনুমানের জন্মোৎসবের দিন, আপনি যদি আপনার কোনও ইচ্ছা পূরণ করতে চান তবে এর জন্য কিছু ব্যবস্থা রয়েছে। যার ফলে রাম ভক্ত শ্রী হনুমান প্রসন্ন হতে পারেন এবং আপনার ইচ্ছাও পূরণ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক হনুমান জন্মোৎসবের দিনে কী কী উপায় করতে হবে —

আরো পড়ুন :- মেষ রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ ! বিশেষ ভাবে লাভবান হবে ৫টি রাশি

১. আপনি যদি আপনার পরিবারকে সর্বদা সুখী দেখতে চান এবং বাড়ির সদস্যদের ক্রমাগত উন্নতি করতে চান, তবে হনুমানের জন্মোৎসবের দিন সুন্দরকাণ্ড, হনুমান চল্লিশা, হনুমান অষ্টক পাঠ করুন।

 

susanto sastri

 

২. যদি আপনার জীবনে এমন কোনও সমস্যা থাকে, যার সমাধান খুঁজে পান না, তাহলে এর জন্য আপনাকে হনুমান জন্মোৎসবের দিন মারুতি নন্দনকে বেনারসি পান নিবেদন করতে হবে।

৩. হনুমান জন্মোৎসবের দিন হনুমান মন্দিরে ১১টি মাসকলাই, সিঁদুর, ফুল, তেল, প্রসাদ, গোলাপ ইত্যাদি নিবেদন করুন। এটি করার পর হনুমান চল্লিশা পাঠ করুন। এতে শ্রী হনুমান প্রসন্ন হন এবং কাজের বাধা দূর হয়।

৪. আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হনুমানের জন্মতিথির দিন তার সামনে তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী হনুমানকে ছোলা নিবেদন করুন। এটি করার পরে, অশ্বত্থ গাছের ১১টি পাতায় সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে শ্রী হনুমানকে অর্পণ করুন।

এই নিয়ম গুলি পালনের মাধ্যমে আপনি ভগবান শ্রী হনুমানের আশীর্বাদ লাভ করতে পারবেন।

আরো পড়ুন :- জ্যোতিষ মতে চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ, লাভবান হবে ৪ রাশির মানুষেরা

আরো পড়ুন :- ১১০ বছর পর শুভ যোগের ফলে লাভবান হতে চলেছে কয়েকটি রাশির মানুষরা

আরো পড়ুন :- আগামী নববর্ষে আসছে বিরাট পরিবর্তন, ফলে বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন