Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেরই হাতের তালুর রেখা আলাদা আলাদা হয়। আর এই রেখেই বলে দিতে পারে কোনো মানুষের বর্তমানের সময়ের ও ভবিষতের কথা। হস্তরেখা বিচারের ক্ষেত্রে বিভিন্ন রকমের হাত দেখা যায় আর প্রত্যেক হাতের নিজস্বতা আছে। কোনো মানুষের হাতের তালুতে দেখা যায় অল্প কিছু রেখা। আবার কারো হাতের তালুতে দেখা পাওয়া যায় হাতে অসংখ্য রেখা। বিভিন্ন দিকে, বিভিন্ন রেখার সঙ্গে যুক্ত বা বিভিন্ন রেখাকে কেটেছে বা ভিন্ন ভিন্ন প্রতিক বা চিহ্ন সৃষ্টি করেছে। তবে চলুন প্রচুর রেখা বিশিষ্ট হাত কাদের হয় ও প্রচুর রেখা বিশিষ্ট হাতের বৈশিষ্ট্য কী তা জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :– এই অক্টোবরে কোন রাশির আয় কেমন হবে জানুন !
যাঁদের হাতের তালুতে প্রচুর রেখা থাকে তাঁরা খুবই অনুভুতি প্রবণ এবং সংবেদনশীল হয় । আর এই অধিক রেখা মানুষের স্নায়ু বা স্নায়ুতন্ত্রে অতিরিক্ত উদ্দীপনার সৃষ্টি করে। আর এই ধরনের মানুষের কর্মশক্তি প্রবল। এই ধরনের মানুষরা খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় লক্ষ্য করেন বা তা অনুভব করেন। খুব ভাল করে চিন্তা করেন বা বিশ্লেষণ করার চেষ্টা করেন। এই ধরনের মানুষরা নিজের সাংসারিক জীবনে বিশেষত দাম্পত্য জীবনে বা প্রেমের ক্ষেত্রে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা করে থাকেন। যা তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই ধরনের মানুষের বৈশিষ্ট কি ? এরা অনুভূতিপ্রবণ হলেও সাধারণত স্নায়বিক দুর্বলতায় ভোগেন। এই প্রকার মানুষরা ববাইরে থেকে সাহসী হলেও সাধারণত নার্ভাস প্রকৃতির হয়ে থাকেন। স্নায়বিক দুর্বলতার সঙ্গে অত্যধিক অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক চিন্তা ওই ব্যাক্তির মানসিক রোগ সৃষ্টির কারণ হতে পারে।
আর হাতে অধিক রেখাযুক্ত মানুষের বিশ্রামের প্রয়োজন। এ ছাড়াও তাঁদের ধ্যান প্রয়োজন। এদের অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক বিষয় উপেক্ষা করে চলা উচিত। এই ধরনের মানুষের প্রত্যেক বিষয়ে অধিক বিশ্লেষণ করে থাকে যা অনেকে মানুষ ভাল ভাবে নেন না।
আরো পড়ুন :- আগামী সোমবার শনির অবস্থান পরিবর্তন হচ্ছে , ফলে ভাগ্য পাল্টাতে পারে এই ৫ রাশির
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)