Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আমাদের হাতের পাতার কোনও কোনও রেখা ও চিহ্ন বিশেষ শুভ। হাতের পাতায় এই সব রেখা ও চিহ্ন থাকলে জাতক রুপোর চামচ মুখে নিয়ে জন্মায়। অল্প চেষ্টা করেই প্রচুর সাফল্য লাভ করে এই সব জাতকরা। আপনি নিশ্চয় এমন কোনও কোনও মানুষকে দেখেছেন, যাঁরা সহজেই সাফল্য লাভ করে থাকেন। এমন সৌভাগ্যশালীদের হাতে বেশিরভাগ ক্ষেত্রেই সূর্য রেখা থাকে। আজ আমরা এই রেখা সম্পর্কে জেনে নেব।
সূর্য রেখার কারণে ধনলাভ
যাঁদের হাতের পাতায় সূর্য রেখা থাকে, আর্থিক ভাবে তাঁরা অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকেন। এঁরা অল্প কাজ করেই অনেক কিছু অর্জন করে ফেলেন। হাতের অনামিকা বা রিং ফিংগারের ঠিক নীচের অংশটি হল সূর্য পর্বত। এখানে যদি কোনও সোজা রেখা থাকে, সেটি হল সূর্য রেখা। এই রেখা সূর্য পর্বত থেকে হাতের তালুর নীচের অংশে হৃদয় রেখা পর্যন্ত যায়। সূর্য রেখা যত পরিষ্কার ভাবে ও কাটাকুটি ছাড়াই ওপরের দিকে যাবে, তত তা সৌভাগ্যের লক্ষণ।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
সম্মান ও প্রতিপত্তি দেয়
যে ব্যক্তির হাতের পাতায় সূর্য রেখা থাকে, তিনি সমাজে বিপুল সম্মান ও প্রতিপত্তি লাভ করে থাকেন। সূর্য রেখা যত গভীর ভাবে থাকবে, তত সমাজে আপনার যশ খ্যাতি বাড়বে।
জোড়া সূর্য রেখা
কারোর কারোর হাতের পাতায় দুটি সূর্য রেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল ভাবে থাকে। জোড়া সূর্য রেখা থাকা আরও বেশি সৌভাগ্যের লক্ষণ। এই ব্যক্তি উচ্চ সরকারি বা প্রশাসনিক পদে আসীন হন।
তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী
যাঁদের হাতে সূর্য রেখা থাকে, তাঁরা অত্য়ন্ত বুদ্ধিমান হন। পাশাপাশি এঁরা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন।
সূর্য রেখায় স্বস্তিক চিহ্ন
কারোর কারোর হাতে সূর্য রেখার ওপর স্বস্তিক চিহ্ন থাকে। এটি বিশেষ সৌভাগ্যের ইঙ্গিত দেয়। এমন ব্যক্তির জীবনে কখনও সুখ, সৌভাগ্য, ভালোবাসা, সম্মান ও বিলাসিতার অভাব হয় না।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।