Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আগামী দিনে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। যার ফলে রাশিচক্রের কর্কট সমেত তিনটি রাশিতে বিশেষ প্রভাব পড়তে চলেছে মঙ্গলের এই রাশি পরিবর্তন। তবে দেখে নেওয়া যাক, কোন তিনটি রাশিতে এই মঙ্গলের গতিবিধির বিশেষ প্রভাব পড়তে চলেছে।
আরো পড়ুন :- নিজের আর্থিক অবস্থা মজবুত করতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস
জ্যোতিষ শাস্ত্র মতে মনে করা হয়, মঙ্গলগ্রহ সাহস ও শৌর্যের প্রতীক। সাতটি গ্রহের মধ্যে মঙ্গলকেই সেনাপতির পদ দেওয়া হয়েছে। তবে উল্লেখ্য, এই মঙ্গল গ্রহই এবার আসন্ন দিনে মার্গী হতে চলেছে। খুব শিগগিরিই মার্গী হতে চলেছেন মঙ্গলদেব। যার ফলে বহু রাশির মানুষরা পাবে তাদের কাঙ্খিত ফলাফল, এরই সাথে মিলবে টাকা। তবে চলুন কোন সেই তিন রাশি জেনে নেওয়া যাক —
সিংহ রাশি :- মঙ্গলের এই মার্গী হতেই এই রাশির ভালো সময় শুরু হচ্ছে। কর্মক্ষেত্র বা চাকরির দিক থেকে এই সময়কাল দারুন কাটতে চলেছে। এই সময় কর্মক্ষেত্রে মনের মতো পরিণাম পেতে পারেন। এরই সাথে ব্যবসায়ে আসতে পারে নতুন অর্ডার। কোনো পুরনো কাজ যা অনেক দিন ধরে আটকে রয়েছে, তা সফল হতে পারে।
কন্যা রাশি :- এই রাশির মানুষদের সময় খুবই ভালো হতে চলেছে আসন্ন দিনে। এই সময় ভাগ্য ও বিদেশযাত্রার স্থান দুটিই খুব ভালো হতে চলেছে। ব্যবসার কাজে দূরে কোথাও যেতে হতে পারে। এই সময় নিজের জীবনের সঙ্গে জড়িত কোনো সুখবর পেতে পারেন আপনি।
কর্কট রাশি :- মঙ্গল মার্গী হতেই তার সুফল এই রাশির মানুষরা পাবেন। যার ফলে রোজগারের সূত্রটি আরও পোক্ত হবে। এই সময় নতুন নতুন মাধ্যম থেকে ধনলাভ হতে পারে। যার ফলে আপনার উন্নতির রাস্তা আরও চওড়া হবে। এই সময় পরিশ্রম সফল হবে। পরিশ্রমের কারণে খুবই ধন সম্পত্তি পাবেন। এই সময় ব্যবসায় বিনিয়োগে লাভবান হতে পারেন।
উল্লেখ্য, আসন্ন ২০২৩ সালের জানুয়ারি মাসে মঙ্গলের গোচর হতে চলেছে। এই সময় এই তিন রাশির মানুষদের ব্যবসা ও কেরিয়ারে উন্নতি আসন্ন। ১৩ জানুয়ারি মঙ্গল মার্গী হয়ে বৃশ্চিকে প্রবেশ করবে। যার ফলে উপরোক্ত এই তিন রাশিতে আসতে চলেছে সুসময়।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
আরো পড়ুন :– স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)