হিন্দু শাস্ত্রে বিশেষ কিছু গাছকে পবিত্র বলে মানা হয় , দেখুন সেই বিশেষ তালিকা

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শাস্ত্রে দেবী-দেবতার পুজোয় ফল, ফুল, পাতার ব্যবহার করা হয়। হিন্দু শাস্ত্রে তুলসী, কলা, অশ্বত্থ, বট গাছের পুজো করা হয়। আবার কলা পাতা সত্যনারায়ণ পুজোয় ব্যবহৃত হয়। নৈবেদ্য হিসেবে ফল অর্পণ করা হয়। তুলসী, পান, অশোক, আম পাতার ব্যবহার পুজোয় লক্ষ্য করা যায়। পুজোয় ব্যবহৃত ১০টি পাতা সম্পর্কে জানানো হল। দেখুন একনজরে —-

১. তুলসী পাতা ভগবান বিষ্ণুর প্রিয় পাতা। তুলসী পাতা সমস্ত ধরনের রোগ, শোক দূর করে। শাস্ত্র মতে তুলসী পাতা সন্ধ্যা বেলা তুলতে নেই। আবার শাস্ত্রে তুলসী গাছের ওপর কোনও রজস্বলা স্ত্রীর ছায়া পড়াও নিষিদ্ধ। তামার লোটায় তুলসী পাতা দিয়ে রাখা উচিত। তামা ও তুলসী জল শুদ্ধ করে।

২. বেল পাতা ছাড়া শিবের আরাধনা অসম্পূর্ণ। চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা ও যে কোনও মাসের সংক্রান্তিতে বেল পাতা তুলতে নেই। বেল পাতা খেলে বাত, পিত্ত কফ জনিত শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

৩. পান অর্থাৎ তাম্বুল পুজোয় ব্যবহৃত হয়। দক্ষিণ ভারতে পান পাতায় এই পাতার বীজ ও এক টাকার কয়েন রেখে দেবতাদের অর্পণ করা হয়। উত্তর ভারতের সুপুড়ি ও ১ টাকার কয়েন পান পাতায় রেখে পুজোয় ব্যবহৃত হয়।

 

 

 

৪. প্রতিটি ধর্মীয় কাজে কলা পাতা ব্যবহৃত হয়। কলা গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বিষ্ণু ও লক্ষ্মীকে কলার ভোগ অর্পণ করা হয়। আবার প্রসাদ খাওয়া ও বিতরণের কাজে কলা পাতা ব্যবহৃত হয়। কলা গাছের পুজো করলে সমৃদ্ধি লাভ করা যায়।

৫. লক্ষ্মীর পুজোয় আম পাতা ব্যবহৃত হয়। আবার পুজোর ঘটেও আম পাতা রেখে তার ওপর নারকেল বা ডাব রাখা হয়।

৬. হিন্দু ধর্মে এই পাতারও বিশেষ গুরুত্ব রয়েছে। জয় শ্রী রাম লেখা অশ্বত্থর মালা বজরংবলীকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন। নানান শুভ কাজে অশ্বত্থ পাতার ব্যবহার লক্ষ্য করা যায়।

৭. আকন্দ পাতাও শুভ। এর ওপর শ্রী রাম লিখে বজরংবলীকে অর্পণ করা উচিত। এই পাতায় ওম লিখে শিবকে অর্পণ করলে অর্থাভাব হয় না। উল্লেখ্য আকন্দ ফুল শিবের প্রিয়।

 

৮. পাকুড় গাছের আয়ু যত বেশি হয়, ততই অক্সিজেন প্রদান করে। বাড়ির আশপাশে এই গাছ লাগানো অত্যন্ত শুভ। পুজো ও শুভ অনুষ্ঠানে এই গাছের পাতা ব্যবহৃত হয়।

৯. অশোক পাতা শুভ ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। বাড়িতে এই গাছ লাগালে বা শুভক্ষণে

১০. গুলর গাছে শুক্রের আধিপত্য রয়েছে। এই গাছের ফল, পাতা, শিকড় নানান রোগ দূর করে। এর সাহায্যে গ্রহ সংক্রান্ত বিভিন্ন দোষ শান্ত করা যায়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন