Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের মধ্যে সব কিছুর কারিগর হিসাবে মনে করা হয়। সাধারণত ১৭ সেপ্টেম্বর তাঁর পুজো হয়। যদিও এই ১৬ না ১৭ সেপ্টেম্বর পুজোটি হচ্ছে তা নিয়ে মতবিরোধ রয়েছে। এই দিন কন্যা সংক্রান্তিও। এদিন কলকারাখানার পাশাপাশি বাড়িতেও অনেকে বিশ্বকর্মা পুজো করেন। কিন্তু তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। দেখে নেওয়া যাক, সেই নিয়ম গুলি কী কী —
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
1. বিশ্বকর্মা পুজোয় শুধু ধূপ-প্রদীপ ও ফুল দিয়েই হয় না, এই দিনে আমাদের সকলের যন্ত্রপাতি ও বাড়ির সাজ সরঞ্জামও পরিষ্কার করা উচিত। যারা তাঁদের কাজের সঙ্গে যুক্ত সরঞ্জাম গুলিকে সঠিক ভাবে পুজো করেন বা পরিষ্কার করেন, বিশ্বাস করা হয় যে তাঁদের সেই বস্তু গুলি কখনও তাঁদের সময়মতো প্রতারণা করে না।
2. বর্তমানে প্রত্যেক ব্যক্তির কাজের সঙ্গে কোনও না কোনও যন্ত্র যুক্ত। আপনার কাজ যদি ল্যাপটপ বা মোবাইলের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে বিশ্বকর্মা পুজোয় এই সমস্ত জিনিস গুলিকে সুন্দর করে পরিষ্কার করে নিন।
3. বাড়িতে একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে ভগবান বিশ্বকর্মার ছবি রাখুন। ছবিতে হলুদ বা সিঁদুরের টিকা লাগান এবং তারপরে মিষ্টি, চন্দন, সিঁদুর এবং ধূপকাঠি অর্পণ করুন।
4. পরে প্রসাদ এবং ফল নিবেদন করুন এবং আপনার সরঞ্জামগুলির সুরক্ষার জন্য ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করুন। এতেই তিনি আপনাকে আশীর্বাদ করবেন।
5. যদি একটি কারখানা বা একটি যন্ত্রসম্পর্কিত কোনও ব্যবসা চালান, তবে আপনি সেখানে ভগবান বিশ্বকর্মার পূজা করুন এবং এই দিনে সেখানে কর্মরত সমস্ত মানুষকে প্রসাদ বিতরণ করুন।
১৬ না ১৭ সেপ্টেম্বর পুজো, বিভ্রান্তির কারণ কী ?
এবার বিশ্বকর্মা পুজোর দিন নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের মনেই। জ্যোতিষ মতে, প্রতিবছর ভাদ্র মাসে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে, তখন বিশ্বকর্মা পুজো হয়। প্রতিবছরই ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। কিন্তু, এবার নাকি ১৬ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো! এমন জল্পনায় মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তির কারণ, এবার কন্যা রাশিতে সূর্য প্রবেশ করছে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে। কিন্তু, এই বিভ্রান্তি অর্থহীন। কারণ, হিন্দু ধর্মে তিথি নির্ধারণে চন্দ্রের চেয়েও সূর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই কারণে, সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলেও তার উদয় বা সূর্যোদয় হবে পরদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর। সেই কারণে, ওই দিনই পালিত হবে বিশ্বকর্মা জয়ন্তী।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।