২০ বছর পর অমাবস্যায় ঘটছে এক বিশেষ যোগ, জানুন এই শনি অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- নতুন বছরের প্রথম শনিশ্চরি অমাবস্যা ২১ জানুয়ারি হতে চলেছে। এবার এই দিন একটি বিশেষ কাকতালীয় ঘটনা ঘটছে যে, শনিশ্চরি অমাবস্যায় শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছেন।

পঞ্জিকা এবং জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে,  ২১ জানুয়ারি  ২০২৩ চতুরগ্রহী যোগ, ষড়ষ্টক যোগ এবং সমসপ্তক যোগও মাঘ মাসের অমাবস্যার দিনে গঠিত হচ্ছে। তাই এবারের শনিশ্চরি অমাবস্যা হবে বিশেষ। বৈদিক শাস্ত্রে প্রতিটি তিথির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। যার মধ্যে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে।

বছরের ১২ টি অমাবস্যার মধ্যে এটিই একমাত্র অমাবস্যা যার মধ্যে স্নান, দান ছাড়াও নীরব থাকা খুব জরুরি। এই দিনে নীরবতা পালন করে জপ, তপ, ধ্যান ও পূজা করা হয়। পৌরাণিক বিশ্বাসে মাঘ মাসের অমাবস্যা তিথিতে দান করলে সকল প্রকার দুঃখ-কষ্ট ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

আরো পড়ুন :-  চাকরি থেকে ব্যবসা, ২০২৩ সালে এই রাশির মানুষদের সৌভাগ্যের শিকড় ছিড়বে

এদিন মাঘ মাসের মৌনী অমাবস্যা উৎসবও পালিত হবে। মাঘ মাসের শনিবারে অমাবস্যার ঘটনা অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে। শাস্ত্রে এই শুভ ঘটনাকে স্নান ও দানের মহা উৎসব বলা হয়ে থাকে।

এই দিনে করা ভাল কাজগুলি অনেক যজ্ঞ এবং কঠোর তপস্যা করার সমান, শুভ ফল দেয়। স্কন্দ, পদ্মা ও বিষ্ণুধর্মোত্তর পুরাণ অনুসারে মাঘ মাসে শনিশ্চরি অমাবস্যায় তীর্থস্নান বা পবিত্র নদীতে স্নান করলে সকল প্রকার পাপ দূর হয়। এই উৎসবে করা দান অনেক যজ্ঞ করার মতো পুণ্য ফল দেয়। সেই সঙ্গে এই অমাবস্যা তিথিতে করা শ্রাদ্ধে পিতৃপুরুষরা সারা বছর তৃপ্ত হন।

 

susanto sastri

 

শনিশ্চরি অমাবস্যার সঙ্গে শনিও মিলিত হয়। এই বিশেষ উপলক্ষ্যে ভগবান শিব, শ্রী হরিবিষ্ণু এবং অশ্বথ্থ গাছের পুজো  করলে সমৃদ্ধি আসবে এবং জীবনের ঝামেলাও দূর হবে। ৩০ বছর পর ২১শে জানুয়ারি  শনিবার মৌনী অমাবস্যা উপলক্ষে শনি তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে উপস্থিত হবে।

জানুন মৌনী অমাবস্যার শুভ সময় : মৌনী অমাবস্যা তিথি ২১ জানুয়ারি শনিবার সকাল ৬.১৭ থেকে শুরু হবে এবং ২২ জানুয়ারি রাত  ২.২২ পর্যন্ত চলবে। উদয় তিথি অনুসারে মৌনী অমাবস্যা সে কারণেই ২১ জানুয়ারি পালিত হবে। এই উপলক্ষে শনি, সূর্য ও শুক্রের মিলনে খপ্পর যোগ তৈরি হবে। আর যা কিছু রাশির মানুষদের জন্য শুভ হতে চলেছে।

আরো পড়ুন :- জীবনে সাফল্য অর্জন করতে চান ? মেনে চলুন ছোট্ট বাস্তু টিপস

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla news dunia Desk

মন্তব্য করুন