Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আগামী সোমবার অথাৎ ৩০ মে হতে চলেছে অমাবস্যা। আবার সেদিন শনি জয়ন্তীও পড়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আপাতত স্বরাশি কুম্ভে রয়েছেন শনিদেব। প্রায় ৩০ বছর পর শনি জয়ন্তীতে নিজের রাশিতেই থাকবেন কর্মফলদাতা। যা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন
জ্যোতিষ শাস্ত্র মতে, সোমবার ৩০ মে হচ্ছে সোমবতী অমাবস্যা। সেদিন সর্বার্থ সিদ্ধি এবং সুকর্মা যোগও তৈরি হবে। সেই দিন বিভিন্ন রাশির মানুষরা পিতৃদোষ কাটাতে পারবেন বলে জ্যোতিষ শাস্ত্রে বিবেচনা করা হয়। তার জন্য কয়েকটি কাজ আপনি করতে পারেন। তবে চলুন কী কী কাজ আপনাকে করতে হবে, তা দেখে নেওয়া যাক —
১) এই দিন পিতৃপুরুষকে জল দিতে হবে। যার ফলে পিতৃপুরুষ প্রসন্ন হবে। পিতৃপুরুষদের আশীর্বাদধন্য হয়ে উঠবেন। যার ফলে আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। আপনার পারিবারিক জীবন সুখকর হবে।
২) সোমবতী অমাবস্যায় পবিত্র কোনো নদী, যেমন – গঙ্গা স্নান করুন। কেউ যদি নদীতে স্নান করতে না পারেন, তাহলে বাড়িতেই পবিত্র সেই নদীর জল মিশিয়ে স্নান করতে পারেন। তার ফলে পাপস্খলন হবে।
৩) যেকোনো অমাবস্যার দিন দানের পরামর্শ দেওয়া হয়। তার ফলে শনি এবং চন্দ্রদোষ কেটে যায়। এরই সাথে পিতৃদোষ থেকে মুক্তি মিলবে। আর দান করা খুবই শুভ কাজ। তবে অবশই নিজের সাধ্যে মতো দান করুন।
৪) এই অমাবস্যার দিন বিশেষ পুজো করতে পারেন বাড়িতে।
আরো পড়ুন :- শনিবার ভগবান শনিদেবের পুজো করলে বিশেষ লাভবান হবেন এই রাশির মানুষরা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )