Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সূর্য পুত্র শনিকে ন্যায়বিচারের গ্রহ বলে মনে করা হয়। বলা হয় কর্মফলের বিচারের বিষয়ে শনিদেবের কোনও ভুল হয় না। তাই শনির সাড়ে সাতি বহু মানুষের জীবনেই কঠিন সময় ডেকে আনে। আর এই রকমই রাশি চক্রের ৫ টি রাশির খারাপ সময় চলবে অক্টোবর পর্যন্ত। তবে চলুন দেখে নেওয়া যাক কোন ৫ রাশির অক্টোবর পর্যন্ত খারাপ সময় চলবে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
১. কর্কট রাশি:- অক্টোবর মাস পর্যন্ত এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলতে পারে। এই সময় চোট আঘাতের সমস্যা এড়িয়ে চলার চেষ্ট করুন। এই সময় টাকাপয়সার ক্ষেত্রেও কিছুটা সমস্যা হতে পারে। রাস্তাঘাটে খুব সচেতন হয়ে হাঁটাচলা করুন। শরীর খারাপ যাতে না হয়, তার সব ধরনের ব্যবস্থা নেওয়া ভালো হবে। আর তার মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন।
২. মেষ রাশি:- এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা হতে পারে। এরই সাথে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে নানা ধরনের ওঠাপড়া লেগে থাকবে। এই সময়ে কোনো পেশাগত বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিন্তে নিন। দরকার পড়লে এই সময় এমন কারো পরামর্শ নিন, যাঁকে ভরসা করতে পারেন।
৩. মকর রাশি:- এই সময়ে আপনি কোনো সম্পর্কে যুক্ত থাকলে সম্পর্কের অবনতি হতে পারে। বিশেষ করে কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার পুরো আশঙ্কা রয়েছে এই সময় । তাই সেই বিষয়ে আগে থেকেই সচেতন থাকুন। তাছাড়া এই সময়ে এই রাশি জাতক-জাতিকাদের অবসাদের মতো সমস্যা বাড়তে পারে। যার প্রভাব পড়তে পারে শরীরের উপরেও। তাই স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এই সময়।
৪. বৃশ্চিক রাশি:- এই রাশির জাতক-জাতিকাদের অক্টোবর মাস পর্যন্ত সাবধানে থাকতে হবে। কারণ এই সময়ে কারো দ্বারা প্রতারিত হওয়ার সম্পূর্ণ আশঙ্কা রয়েছে। এর ফলে আপনি টাকাপয়সা সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। আগামী দুই মাস কাউকে চট করে বিশ্বাস করে অর্থ ধার দেবেন না। এতে সমস্যায় পড়তে পারেন আপনি।
৫. কুম্ভ রাশি:- এই রাশির জাতক-জাতিকাদের আগামী অক্টোবর পর্যন্ত খুব সবাধানে কথাবার্তা বলতে হবে। কারণ এই সময়ে তাঁদের ভাবমূর্তি খারাপ হতে পারে। কারণ এই সময় শনি বক্রী হওয়ার ফলে তাঁদের বিবাদের আশঙ্কা বাড়তে পারে। এই সময় চেষ্টা করুন, কারও সঙ্গে বিবাদের পরিস্থিতি সৃষ্টি হলে, তা এড়িয়ে যেতে। তা না হলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে।
আরো পড়ুন :– সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)