Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শনিদেবের নাম এলেই মানুষ ভয় পেতে শুরু করেন। আর মানুষের জীবনে শনির ধাইয়া, সাড়ে সাতি এবং বক্র দৃষ্টির কারণে এই ভয় আরও বাড়ে। । অবশ্যই, যে কোনো মানুষের কুণ্ডলীতে শনির অবস্থান দুর্বল হলে তাকে সমস্ত ধরণের সমস্যায় পড়তে হয়, তবে এমন নয় যে শনি কেবল মাত্র কষ্ট দেয়। শনি ন্যায়ের দেবতা। শনি আপনার কর্মের পূর্ণ ফল প্রদান করে থাকে।
আরো পড়ুন :- দুর্গাপুজো পর্যন্ত অর্থের অভাব হবে না এই ৪ রাশির, পাবেন ভাগ্যের সহায়তা
কীভাবে শনিবার উপবাস রাখবেন :- জীবনে শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার উপবাস করা একটি অন্যতম প্রতিকার হতে পারে। শনিবারের উপবাস শুক্লপক্ষের শনিবারে শুরু করতে হবে। আর এই উপবাস কমপক্ষে ১৯ শনিবার রাখতে হবে। যদি ৫১ টি শনিবার উপবাস করা হয় তবে তা চমৎকার ফলাফল প্রদান করে।
উপবাসের দিন কি করবেন :- সেই দিন সকালে স্নান এবং ধ্যান করার পরে শনি মন্ত্রের তিন মালা জপ করতে হবে। এরপর পরিষ্কার জলে কালো তিল, ফুল, লবঙ্গ, চিনি, গঙ্গাজল এবং সামান্য দুধ মিশিয়ে পশ্চিমমুখী করে অশ্ব্থ্থ বৃক্ষকে নিবেদন করতে হবে। সন্ধ্যায় প্রসাদ হিসাবে সাধারণ আহার গ্রহণ করুন। প্রসাদ গ্রহণের আগে ব্রাহ্মণকে লাড্ডু বা মিষ্টি, তেল, তিল ইত্যাদি দান করুন। শেষ উপবাসের দিন ( অথাৎ ১৯ টি বা ৫১ টি ) যজ্ঞ এবং শনি স্তোত্র পাঠ খুব লাভকারি। এই উপবাস পালন করলে শনির ধাইয়া, সাড়ে সাতি এবং শনির দশায় বিশেষ উপকার পাওয়া যায়।
দান :- শনির দোষ থেকে মুক্তি পেতে দান করতে পারেন। যেকোনো শনিবার চা পাতা, কালো তিল, লোহা বা চামড়ার জিনিস, চিমটি ইত্যাদি দান করতে পারেন।
শনির প্রতিকার :-
৩. শনিবার শনিদেবের জন্য কোনো শনি মন্দিরে সরিষার তেল বা তিলের তেল নিবেদন করুন।
২. উপবাস করে শনিবার রাতে শিব, হনুমান মন্দির ও অশ্ব্থ্থ বৃক্ষের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান।
১. শনিবার উপবাস রাখুন এবং বিশেষভাবে শিবের পূজা করুন।
৪. শনিবার শনির বৈদিক মন্ত্র জপ করুন। দশরথের শনিশ্চর স্তোত্র পাঠও অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাও পথ করতে পারেন। এছাড়া শনিবার ও মঙ্গলবার হনূমান চল্লিশা পাঠ করতে পারেন।
আরো পড়ুন :- রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )