Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আপনার আহার বদলে দিতে পারে আপনার ভাগ্য। কোন তিথিতে আপনি কী আহার গ্রহণ করছেন , তার উপর নির্ভর করে আপনার ভাগ্য। শাস্ত্র মতে দেখে নিন কোন তিথিতে কী ধরণের খাবার গ্রহণ করা উচিৎ। শুধু শাস্ত্র নয় , আয়ুর্বেদেও আহার গ্রহণের বিভিন্ন নিয়মের উল্লেখ রয়েছে। যেখানে সঠিক নিয়ম মেনে আহার গ্রহণ করলে আপনি একদিনে যেমন সুস্থ থাকতে পারবেন অপর দিকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। ফলেই শাস্ত্র ও আয়ুর্বেদ একে অপরের সাথে যুক্ত। তবে চলুন আহার গ্রহণের কিছু নিয়ম দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- বুধাদিত্য যোগ ! দারুণ কাটবে ৪ রাশির, খুলে যাবে সৌভাগ্যের দরজা
১) অমবশ্যা-পূর্নিমায় নিরামিষ খাবার খেলে তার শুভ প্রভাব আপনার ভাগ্যে পড়বে। এদিনগুলিতে অন্ন জাতীয় খাবার না খাওয়াই ভালো ৷
২) ডাল জলে ভেজালে ফুলে দ্বিগুন হয়, তেমনি ডাল সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করে ৷ তাই কোনও শুভ দিনে ডাল খাওয়া অত্যন্ত শুভ ৷ ফলে আপনি দেখবেন প্রতিটি অনুষ্ঠানে ডাল করা হয়।
৩) বাঙালিদের বিভিন্ন পুজো-পার্বণে বিভিন্ন শাক-সব্জি খাওয়ার রেওয়াজ আছে। শুভদিনে এই সমস্ত শাক-সব্জি খাওয়াও শুভ বলে মানা হয় ৷
৪) দই অত্যন্ত শুভ জিনিস ৷ বিভিন্ন শুভ কাজে দইয়ের ফোঁটা কপালে দেওয়া বা দই খাওয়া অথবা ঠাকুরের পুজোয় দই নিবেদন শুভ। তাই যেকোনো শুভ দিনে দই গ্রহণ করতে পারেন।
৫) হলুদ রঙ অত্যন্ত শুভ ৷ যেকোনও পুজোয় হলুদ ফল নিবেদন করলে ইচ্ছে পূরণ হয় ৷ এরই সাথে পুজোর সময় বাড়িতে হলুদ ফল বা কাঁচা হলুদ গ্রহণ করতে পারেন। কাঁচা হলুদের হাজারো গুন রয়েছে।
৬) যে ফলে যত বীজ রয়েছে, সেই ফল তত শুভ মানা হয় ৷ তাই এই ধরণের ফল নিবেদন করে পুজো করা শুভ ৷ আর সেই ফল গ্রহণ করা সবচেয়ে শুভ।
আরো পড়ুন :- এই নিয়ম পালনের মাধ্যমে কালসর্প দোষ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )