Bangla News Dunia , দীনেশ দেব :- তিনচুলে গ্রাম , এই গ্রামের নাম শুনলে আপনার মনে হতে পারে এটা আবার কোন গ্রাম , কোথায় অবস্থিত , আর নামটাই বা এমন কেন এই গ্রামের। পশ্চিমবঙ্গের দার্জিলিং এর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হচ্ছে এই তিনচুলে গ্রাম । এই তিনচুলে গ্রাম তিনটি পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা। এই গ্রামটি থেকে তিনটি পাহাড় চুল্লির মতন দেখতে বলে এই গ্রামের নাম হয়েছে তিনচুলে গ্রাম।
আরো পড়ুন :- পূজার ছুটিতে বেড়িয়ে আসুন ” রংবুল ” , কিভাবে যাবেন দেখুন ?
তিনচুলে , এই পাহাড় জঙ্গলে ঘেরা গ্রামটি অনেকটাই শহরের থেকে বিচ্ছিন্ন। দেশ-বিদেশের বিভিন্ন পর্যটকদের কাছে কালিংপং ও ডুয়ার্সের বিভিন্ন স্থান গুলি যেই ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে , সেখানটায় দাঁড়িয়ে দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রাম অনেকটাই পিছিয়ে গিয়েছে।
তবে আপনি যেতে পারেন এই গ্রামে। একদিকে যেমন খরচ কম হবে তেমনি পাহাড় ও সবুজ উপভোগ করতে পারবেন আপনি। তবে অবশ্যই যাওয়ার আগে গুগল ম্যাপের মাধ্যমে জায়গা টাকে ভাল করে দেখে নেবেন । যাতে পরবর্তীকালে আপনার কোন অসুবিধা না হয়। কারণ বর্তমান টেকনোলজির যুগ আর এই টেকনোলজি আপনি যত ভালোভাবে ব্যবহার করবেন আপনার জীবন ততই সহজ ও সুন্দর হয়ে উঠবে।
আরো পড়ুন :- এবার পুজোয় ঘুরে আসতে পারেন গুরদুম
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- এবার পুজোয় ঘুরে আসুন সিকিমের ছোট্ট শহর “মারতাম” থেকে