Bank Holiday January: জানুয়ারি মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাংক! দেখুন সম্পূর্ণ তালিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bank Holiday January: জানুয়ারি মাসের শুরুতেই ব্যাংক গ্রাহকদের জন্য স্বস্তির খবর। মাসের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি ছুটির কারণে ব্যাংকিং পরিষেবা ব্যাহত হলেও, ৫ই জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে মিলবে টানা পরিষেবা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির তালিকা অনুযায়ী, ৫ই জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত কোনো আঞ্চলিক বা উৎসবের ছুটি নেই। অর্থাৎ, সপ্তাহজুড়ে ব্যাংকের কাজকর্মে কোনো বাধা আসবে না।

যাঁদের ব্যাংকে জরুরি কাজ আটকে আছে, তাঁরা এই সপ্তাহে নিশ্চিন্তে কাজ সেরে নিতে পারেন। তবে সপ্তাহের শেষে শনি ও রবিবার স্বাভাবিক নিয়মেই ব্যাংক বন্ধ থাকবে। আসুন জেনে নিই এই সপ্তাহের ছুটির হালহকিকত এবং পরবর্তী ব্যাংক ছুটির তালিকা।

এই সপ্তাহে ব্যাংকিং পরিষেবার পরিস্থিতি

৫ই জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হওয়া সপ্তাহে শনি ও রবিবার বাদে বাকি পাঁচ দিনই পুরোদমে খোলা থাকবে ব্যাংক। এই সপ্তাহে কোনো বিশেষ উৎসব বা সরকারি ছুটি নেই। এর ফলে গ্রাহকরা টানা ৫ দিন (সোম থেকে শুক্র) নিরবচ্ছিন্ন পরিষেবা পাবেন।

  • কাজের দিন: ৫ই জানুয়ারি (সোমবার) থেকে ৯ই জানুয়ারি (শুক্রবার)।
  • সাপ্তাহিক ছুটি: ১০ই জানুয়ারি (দ্বিতীয় শনিবার) এবং ১১ই জানুয়ারি (রবিবার)।

যেহেতু ১০ই জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার, তাই নিয়ম অনুযায়ী এদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর রবিবারও সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, এই সপ্তাহে কেবল সপ্তাহান্তেই ব্যাংক বন্ধ থাকছে।

পরবর্তী ব্যাংক ছুটি কবে?

পশ্চিমবঙ্গের ব্যাংক গ্রাহকদের জন্য পরবর্তী ছুটি অপেক্ষা করছে ঠিক পরের সপ্তাহেই। ১২ই জানুয়ারি, সোমবার, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। তবে দেশের অন্যান্য রাজ্যে এই দিন ব্যাংক খোলা থাকতে পারে।

জানুয়ারি ২০২৬-এর অবশিষ্ট ছুটির তালিকা

জানুয়ারি মাসে মোট ১৬টি ছুটির দিন থাকলেও, ইতিমধ্যেই মাসের প্রথম দিকের চারটি ছুটি অতিক্রান্ত হয়েছে। ৫ই জানুয়ারি থেকে ১১ই জানুয়ারির মধ্যে কোনো উৎসবের ছুটি না থাকলেও, মাসের বাকি দিনগুলিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হলো:

তারিখ উপলক্ষ প্রযোজ্য রাজ্য/অঞ্চল
১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী পশ্চিমবঙ্গ
১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি / মাঘ বিহু গুজরাট, ওড়িশা, অরুণাচল প্রদেশ, আসাম
১৫ই জানুয়ারি পোঙ্গল / মকর সংক্রান্তি তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম
১৬ই জানুয়ারি তিরুবল্লুভার দিবস তামিলনাড়ু
১৭ই জানুয়ারি উজাভার থিরুনাল তামিলনাড়ু
২৩শে জানুয়ারি নেতাজি জয়ন্তী / সরস্বতী পূজা পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা
২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সমগ্র ভারত

দ্রষ্টব্য: তালিকাভুক্ত ছুটিগুলি রাজ্যভেদে ভিন্ন হতে পারে। আপনার রাজ্যে ব্যাংক খোলা আছে কি না তা নিশ্চিত করতে স্থানীয় ব্যাংকের নোটিশ বা আরবিআই-এর অফিসিয়াল ক্যালেন্ডার দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। বিশেষ করে ২৩শে জানুয়ারি এবং ২৬শে জানুয়ারি পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সপ্তাহে যেহেতু টানা ৫ দিন ব্যাংক খোলা, তাই চেক ক্লিয়ারেন্স, ড্রাফট তৈরি বা কেওয়াইসি আপডেটের মতো কাজগুলি ফেলে না রেখে দ্রুত সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন