Bank Merger: ফের বড়সড় ব্যাঙ্ক সংযুক্তিকরণ! অস্তিত্ব সংকটে দেশের ৪ সরকারি ব্যাঙ্ক? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bank Merger: কেন্দ্রীয় সরকার দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় আবারও এক বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী এবং বিশ্বমানের করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই মেগা সংযুক্তিকরণ প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশের বেশ কয়েকটি সুপরিচিত সরকারি ব্যাঙ্কের স্বতন্ত্র অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে।

বিশ্বমানের ব্যাঙ্কিং ব্যবস্থা তৈরির লক্ষ্য

গত মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশে গুটিকয়েক কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বমানের ব্যাঙ্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। সরকারের লক্ষ্য হলো, ছোট ছোট রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কগুলির সঙ্গে মিশিয়ে দিয়ে এমন আর্থিক প্রতিষ্ঠান তৈরি করা, যা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। বর্তমানে বিশ্বব্যাপী সেরা ব্যাঙ্কের তালিকায় ভারতের উপস্থিতি খুবই নগণ্য, যা পরিবর্তনের লক্ষ্যেই এই উদ্যোগ।

কোন কোন ব্যাঙ্ক হতে পারে সংযুক্ত?

রিপোর্ট অনুযায়ী, চারটি প্রধান রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ককে এই সংযুক্তিকরণ প্রক্রিয়ার আওতায় আনা হতে পারে। এই ব্যাঙ্কগুলিকে দেশের বৃহত্তম ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) বা ব্যাঙ্ক অফ বরোদার মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে। সম্ভাব্য তালিকার মধ্যে রয়েছে:

  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)
  • ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra)

ভারতের বর্তমান অবস্থান ও ব্যাঙ্কিং পরিকাঠামো

বর্তমানে ভারতে মোট ১২টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক (PSB) রয়েছে। কিন্তু আন্তর্জাতিক মানের নিরিখে বিচার করলে দেখা যায়, বিশ্বের প্রথম ৫০টি ব্যাঙ্কের তালিকায় ভারতের মাত্র একটি ব্যাঙ্ক জায়গা করে নিতে পেরেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) রয়েছে ৪৩তম স্থানে। অন্যদিকে, বেসরকারি খাতের এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে ৭৩তম স্থানে। সরকার চাইছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির সংখ্যা কমিয়ে সেগুলির মূলধন এবং কার্যক্ষমতা বৃদ্ধি করতে।

অতীতে ব্যাঙ্ক সংযুক্তিকরণের ইতিহাস

ভারতে ব্যাঙ্ক সংযুক্তিকরণ বা মার্জার নতুন কোনো ঘটনা নয়। এর আগেও মোদী সরকারের আমলে একাধিকবার ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। ২০১৯ সালের আগস্ট মাসে একটি বিশাল সংযুক্তিকরণের ঘোষণা করা হয়েছিল, যা ২০২০ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হয়। সেই সময় ২৭টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ককে কমিয়ে ১২টিতে নামিয়ে আনা হয়েছিল।

নিচে অতীতে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক সংযুক্তিকরণের তালিকা দেওয়া হলো:

অ্যাঙ্কর ব্যাঙ্ক (যেটির সঙ্গে মিশেছে) যে ব্যাঙ্কগুলি মিশে গেছে
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কানাড়া ব্যাঙ্ক সিন্ডিকেট ব্যাঙ্ক
ইন্সিয়ান ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক
ব্যাঙ্ক অফ বরোদা দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক

বিশেষজ্ঞদের মতে, এই নতুন সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহক পরিষেবা এবং ব্যাঙ্কিং পরিকাঠামোয় আমূল পরিবর্তন আসবে। তবে গ্রাহকদের মনে প্রশ্ন থাকছে, তাদের অ্যাকাউন্ট এবং পরিষেবার ওপর এর কী প্রভাব পড়বে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন