Bank Merger: দেশের ৬টি সরকারি ব্যাংক এক হয়ে যাবে – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

দেশের ব্যাংকিং পরিকাঠামোতে এবার বিরাট বদল আসছে। প্রায় পাঁচ বছর পর ফের কেন্দ্র সরকার ব্যাংকগুলোকে পুনর্বিন্যাস করতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী, এবার দেশের কিছু ছোট ছোট সরকারি ব্যাংক একত্রিত হয়ে বৃহৎ ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পারে। আর এতে পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা কমলেও সরকার দাবি করছে, এই পদক্ষেপে ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে।

একীভূত হতে পারে ৬ টি ছোট ছোট ব্যাংক 

কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী, প্রায় ছয়টি ছোট ব্যাংক এবার একীভূত হওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, এই ব্যাংকগুলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদার সঙ্গে একীভূত হবে।

ইতিমধ্যে এ বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। আর এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী অর্থবর্ষেই। সরকার মনে করছে যে, এই ছোট ব্যাংকগুলির বদলে শক্তিশালী বড় পাবলিক সেক্টর ব্যাংক তৈরি হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতি পাবে। 

সরকারের মূল লক্ষ্য কী?

সরকারের মতে, এই ব্যাংক একীভূতকরণ হলে বেশ কয়েকটি বড়সড় সুবিধা পাওয়া যাবে। প্রথমত, এতে বড় ব্যাংকের হাতে অর্থের জোগান বাড়বে এবং ঋণ দেওয়া সহজ হবে। পাশাপাশি ব্যাংকগুলি স্থিতিশীল হবে, পুঁজি, প্রযুক্তি এবং কর্মী সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া অপারেশনাল ও প্রশাসনিক খরচ কমবে। তাতে ব্যাংকের আর্থিক অবস্থা মজবুত হবে।

তবে এই মুহূর্তে সরকারের তরফ থেকে কোনও কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই নীতি আয়োগ ছোট ব্যাংকগুলিকে বড় ব্যাংকের সঙ্গে একীভূত করার সুপারিশ দিয়ে আসছে, যাতে দেশব্যাপী একটি শক্তিশালী ব্যাংকিং পরিকাঠামো গড়ে ওঠে। এখন শুধু সময়ের অপেক্ষা।

আগেও হয়েছে ব্যাংক একীভূতকরণ 

জানিয়ে রাখি, ২০১৭ সালে ভারতীয় স্টেট ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছিল স্টেট ব্যাংক অফ বিকানের এবং জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাংক অফ পাতিয়ালা, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ টাবাঙ্কোর এবং ভারতীয় মহিলা ব্যাংক।

আরও পড়ুনঃ মেয়েদের জন্য আরও ১ টি প্রকল্প, গ্যারান্টি ছাড়াই মিলছে ৩ লাখ টাকা পর্যন্ত লোন, কী কী কাগজ লাগছে দেখুন

এরপর ২০১৯ সালে ব্যাংক অফ বরোদার সঙ্গে যুক্ত হয়েছিল বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। আর ২০২০ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছিল ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এখন দেখার, এবারের ব্যাংক একীভূতকরণ কবে সম্পন্ন হয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন