Bank Nominee: ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ১ জন নয়, এবার ৪ জন নমিনি! ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন নিয়ম, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bank Nominee: ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের মৃত্যুর পর নমিনি সংক্রান্ত জটিলতা একটি সাধারণ সমস্যা। প্রায়শই দেখা যায়, গ্রাহকের মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্টের অর্থ বা লকারে রাখা সম্পত্তির অধিকার নিয়ে একাধিক দাবিদার উপস্থিত হন, যা ব্যাঙ্ককর্মীদের জন্য এক বিড়ম্বনার পরিস্থিতি তৈরি করে। এতদিন পর্যন্ত ব্যাঙ্কিং আইন অনুযায়ী একজন গ্রাহক তাঁর অ্যাকাউন্টে মাত্র একজনকে নমিনি হিসেবে মনোনীত করতে পারতেন। এর ফলে অনেক গ্রাহককেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একজনকে বেছে নিতে হতো। তবে এই দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটতে চলেছে। কেন্দ্র ব্যাঙ্কিং আইনে সংশোধনী এনে এই নিয়মে বড়সড় পরিবর্তন ঘোষণা করেছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজনকে নমিনি হিসেবে রাখা যাবে। এই নতুন নিয়মটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনা এবং গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকার পরিষেবা নিরবচ্ছিন্ন রাখা।

নতুন নমিনেশন নিয়মের খুঁটিনাটি

অর্থ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, নতুন নিয়মে নমিনেশন প্রক্রিয়াটি আরও সহজ ও গ্রাহক-বান্ধব করে তোলা হয়েছে। গ্রাহকরা এখন একাধিক ব্যক্তিকে তাঁদের সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে মনোনীত করতে পারবেন।

  • নমিনির সংখ্যা: প্রতিটি সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা লকারের জন্য এখন থেকে সর্বোচ্চ চারজন ব্যক্তিকে নমিনি করা যাবে।
  • নমিনেশনের প্রকার: নমিনেশন দুই ধরনের হবে— যৌথ (Joint) এবং ক্রমানুসারে সাজানো (Sequential)। গ্রাহক তাঁর সুবিধা অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারবেন।
  • সম্পত্তি বন্টন: গ্রাহকরা তাঁদের মোট আমানতকে ১০০ শতাংশ ধরে কোন নমিনি কত শতাংশের উত্তরাধিকারী হবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে পারবেন। এতে পরবর্তীকালে সম্পত্তি বন্টন নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ থাকবে না।
  • লকারের নিয়ম: সেফ ডিপোজিট লকারের ক্ষেত্রে ক্রমানুযায়ী নমিনির নিয়মটি বিশেষভাবে কার্যকর হবে। অর্থাৎ, প্রথম নমিনির মৃত্যু হলে পরবর্তী নমিনি সেই লকার ব্যবহার করার অধিকারী হবেন।

কেন এই পরিবর্তন আনা হলো?

কেন্দ্রের মতে, এই পদক্ষেপের ফলে দাবিদারহীন আমানত সংক্রান্ত সমস্যার সমাধানে সদর্থক ভূমিকা পালন করবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৫৮,৩৩০ কোটি ২৬ লক্ষ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই অর্থের পরিমাণ ৮,৬৭৩ কোটি ৭২ লক্ষ টাকা। নতুন নিয়মের ফলে গ্রাহকের মৃত্যুর পর তাঁর জমানো টাকা সঠিক উত্তরাধিকারীর কাছে পৌঁছে দেওয়া অনেক সহজ হবে।

খুব শীঘ্রই ‘ব্যাঙ্কিং কোম্পানিস (নমিনেশন) রুলস, ২০২৫’-এর বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হবে। এর সাথেই প্রকাশ করা হবে নতুন নমিনেশন ফর্ম এবং নমিনেশন বাতিল করার ফর্মও। এই পরিবর্তনের ফলে ব্যাঙ্কিং পরিষেবা আরও মসৃণ হবে এবং গ্রাহকদের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন