উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পর্যটকদের জন্য সুখবর। রেলপথের মাধ্যমে জুড়তে চলেছে ভারত (India) ও ভুটান (Bhutan)! প্রতিবেশী দেশের সঙ্গে নতুন রেল প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এরই মধ্যে একটি রেল প্রকল্প রয়েছে আমাদের রাজ্যে। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারত এবং ভুটানের মধ্যে মোট ৮৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে।
রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, দুটি রেল প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ৪০৩৩ কোটি টাকা। এরমধ্যে একটি রেলপথ যাবে উত্তরবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত। অন্যটি যাবে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত। বানারহাট থেকে সামৎসে রেলপথে থাকবে দু’টি স্টেশন। ওই পথে থাকবে একটি বড় উড়ালপুল। এছাড়াও ২৪টি ছোট উড়ালপুল, ৩৭টি ভূগর্ভস্থ পথ। অন্যদিকে, ছয়টি স্টেশন থাকবে কোকরাঝাড় এবং গেলেফুর মধ্যে। ওই রেলপথে তৈরি করা হবে দুটি উঁচু সেতু, ২৯টি বড় সেতু, ৬৫টি ছোট সেতু এবং একটি উড়ালপুল। এছাড়া ওই পথে থাকবে দু’টি গুদামঘর। আগামী তিন বছরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই প্রকল্পগুলি চালু হলে ভারত ও ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্য অনেক সহজ এবং লাভজনক হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) গত বছর ভুটানে গিয়ে রেল প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন। গতকাল এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানান ভুটানের বিদেশসচিব। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘ভারত ভুটানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভুটানের প্রায় সব রফতানি–আমদানি ভারতীয় বন্দর দিয়ে করা হয়। তাই ভুটানের অর্থনীতি দ্রুত অগ্রগতির জন্য এই রেল সংযোগ অত্যন্ত জরুরি। এই ৮৯ কিলোমিটার রেলপথ ভুটানকে ভারতের ১,৫০,০০০ কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।’