Bhutan Warns Bengal | খোলা যাচ্ছে না লক গেট! ওয়াং নদীর বাঁধের উপর দিয়ে বইছে জল, বাংলাকে সতর্ক করল ভুটান

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভুটানের বাঁধ ভেঙে যেকোনও মুহূর্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এমনই আশঙ্কা দেখা দিয়েছে ভুটানের ওয়াং নদীর টালা বাঁধে। ভুটানের ওয়াং নদীর টালা বাঁধের একটি গেট বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোতে পারছে না। কোনওভাবেই খোলা যাচ্ছে না গেট। ফলে প্রবল বৃষ্টির চাপে বাঁধের উপর দিয়ে জল বইছে। এতে বাঁধের গঠন দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি কোনওভাবে বাঁধটির গেট ভেঙে যায় তবে ভয়াবহ আকার নেবে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাংশে। ইতিমধ্যেই ভুটানের পক্ষ থেকে সাবধান করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে।

জানা গিয়েছে, ভুটানে প্রবল বর্ষণের কারণে বেড়ে গিয়েছে প্রতিটি নদীর জল। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াং নদীকে নিয়ে। ভুটানের এই ওয়াং নদীর টালা বাঁধের একটি গেট বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোতে পারছে না। অনেক চেষ্টা করেও বাঁধের সেই গেট খোলা সম্ভব হচ্ছে না। প্রবল বৃষ্টির চাপে বাঁধের উপর দিয়ে জল বইছে। এতে বাঁধের গঠন দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভুটান সরকার পশ্চিমবঙ্গ প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, যদি টালা বাঁধ ভেঙে যায়, তাহলে বিপুল পরিমাণ জল একসঙ্গে নেমে আসবে এবং ডুয়ার্সের ভুটানঘাট, জয়ন্তী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। টালা বাঁধের গেট খুলে দেওয়ার চেষ্টা চলছে, যাতে জলচাপ কিছুটা কমানো যায়।

ইতিমধ্যেই ভুটানের বেশ কিছু নদীর জল সীমান্ত পেরিয়ে বাংলার ভিতরে প্রবেশ করছে। সেই কারণে ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভুটান।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন