Bihar Election 2025: বিহারে প্রথম দফা ভোট কাল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আগামীকাল বৃহস্পতিবার বিহারে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন ২০২৫-এর প্রথম পর্বের ভোটগ্রহণ। পাটনা, মুজাফ্ফরপুর, নালন্দা, মাধেপুর, সহর্ষ, গোপালগঞ্জ, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের, শেখপুরা, বক্সার ও ভোজপুরসহ মোট ১৮টি জেলার ১২১টি আসনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট। নিরাপত্তাজনিত কারণে কিছু কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়।
ভোট প্রক্রিয়ার কড়া নজরদারির জন্য সব ভোট কেন্দ্রেই থাকছে ওয়েব কাস্টিং-এর ব্যবস্হা। যেকোন রকমের হিংসাত্মক ঘটনায় আপোষহীন নীতি গ্রহণ করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের পারমিশন দিয়েছে ইলেকশন কমিশন। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী।

প্রথম দফায় প্রায় ৩ কোটি ৭৫ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৩১৪ জন, তাঁদের মধ্যে ১২২ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী প্রীতি কিন্নর যিনি গোপালগঞ্জ জেলার ভোরি কেন্দ্র থেকে জনসুরাজ পার্টির হয়ে লড়ছেন।

আগামীকাল প্রথম দফায় যে আসনগুলিতে ভোটগ্রহণ হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল তেজস্বী যাদবের রাঘোপুর, তাঁর দাদা তেজপ্রতাপের মাহুয়া আসন। এছাড়া বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর আসন থেকে। এই দফাতেই ভোট হবে আলিনগর আসনে। এখানে বিজেপির টিকিটে লড়ছেন লোকসংগীত সোশ্যাল মিডিয়ায় তরুণ ও সেলিব্রেটি আইকন শিল্পী মৈথিলি ঠাকুর। উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা প্রার্থী হয়েছেন লাখিসরাই কেন্দ্রে। প্রথম দফাতেই ভোটগ্রহণ হবে মোকামা আসনে। এখানে জেডিইউয়ের টিকিটে লড়ছেন বাহুবলী নেতা অনন্ত সিং। ঘটনাচক্রে, জন সুরাজ পার্টির কর্মীকে খুনের ঘটনায় ভোটের মুখে গ্রেপ্তার হয়েছেন জেডিইউয়ের এই বাহুবলী নেতা। এছাড়া প্রথম দফাতে রঘুনাথপুর আসনে আরজেডির টিকিকে লড়ছেন গ্যাংস্টার থেকে রাজনীতিতে পা রাখা প্রয়াত মহম্মদ সাহাবুদ্দিনের পুত্র ওসামা সাহাব। এই দফায় চলতি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের ১৬ জন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতায় আছেন, তাঁদের মধ্যে ১১ জন এই বিজেপির।

আরও পড়ুনঃ ভারতের সমস্ত রাজ্যের শেষ ভোটার SIR লিস্ট ডাউনলোড করুন মোবাইল থেকে – Download Now

যদিও ভোটের আগে সব দলেই প্রচারঅভিযান চালায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রচারের মেয়াদ শেষ হওয়ার আগে একাধিক জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব।

এছাড়াও উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় আরও ২০টি জেলার ১২২টি আসনে ভোট হবে। ভোটগণনা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন