Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিস্কুট, কেক, ক্যাপসিকাম, আঙুর নানা প্রতীকে মোড়া বিহারের ভোট ! জানলে হাঁসি পাবে ! বিহারে বিধানসভা ভোটে নানা বিচিত্র সব প্রতীক নিয়ে লড়ছে ছোট ছোট দলগুলি। ভোটের প্রতীক হিসাবে দেখা যাচ্ছে চপ্পল, জুতো, আঙুর, ক্যাপসিকাম, বেলুন এমনকি কড়াই-এর ছবি। যা নিয়ে ট্রোল সোশ্যাল মিডিয়াতে।
এক নজরে প্রতীক গুলি —- মহারাষ্ট্রের বর্তমান শাসক দল শিবসেনাও বিহারে ভোটে ৪৪ আসনে লড়াই করছে। এখানে তাদের ভোটের প্রতীক হল বিস্কুট। ভোট কাটুয়া পাপ্পু যাদবের দল ২০১৫ সালে বিহার ভোটে হকি স্টিক প্রতীকে লড়াই করেছিল। এবার তাদের ভোটার প্রতীক হলো কাঁচি । জেএমএম লড়াই করছে লাঠি প্রতীক নিয়ে। চিরাগের দল লোক শক্তি পার্টি-এর প্রতীক ডিশ অ্যান্টেনা। কেজরিওয়ালের আপের প্রতীক ঝাঁটা। সমাজবাদী পার্টির প্রতীক হলো সাইকেল। ভারতীয় আম আওয়াম পার্টির প্রতীক হলো ক্যাপসিকাম। রাষ্ট্রীয় সব জনশক্তি পার্টির চিহ্ন হলো আঙুর।
আরো পড়ুন :- বিহার ভোটে নয়া সমীকরণ , গঠিত ৯ দলের জোট !
প্রসঙ্গত করোনা আবহের মধ্যেই এবার ভোট হচ্ছে বিহারে। বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাছাড়া বিহার সরকারও নানা বিধি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা আছে মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে তবেই প্রচারে অংশ নেওয়া যেতে পারে। যে কোনও মিছিলে ২০০ জনের বেশি থাকা যাবে না বলে জানানো হয়েছে। কম করে ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ভার্চুয়ালি ভোটের প্রচারে সময় 2 গুণ করেছে নির্বাচন কমিশন। সব দলের প্রচারের জন্য দেড় ঘণ্টা করে সময় বরাদ্দ করা হয়েছে।
Highlights
1. বিস্কুট, কেক, ক্যাপসিকাম, আঙুর নানা প্রতীকে মোড়া বিহারের ভোট !
2. বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে জাতীয় নির্বাচন কমিশন
#Vote #Bihar