জন্ম সার্টিফিকেট (Birth Certificate) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। জন্ম সার্টিফিকেট একদিকে যেমন ঠিকানার প্রমান পত্র, অপরদিকে বয়সের অর্থাৎ জন্মের প্রমান পত্র। আপনার কিংবা আপনার শিশুর জন্ম সার্টিফিকেটে যদি কোনো তথ্য ভুল (Birth Certificate Correction Online) থাকে, তা হতে পারে নাম, ঠিকানা কিংবা বাবার নাম বা মায়ের নাম। তাহলে এখন তা অনলাইনে সংশোধন করতে পারবেন।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে জন্ম সার্টিফিকেট এর ভুল সংশোধন (Birth Certificate Correction Online West Bengal) করবেন। কি কি ডকুমেন্টস লাগবে, সংশোধন করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সংশোধন হয়ে গেলে কিভাবে সংশোধন জন্ম সার্টিফিকেট ডাউনলোড (Birth Certificate Download Online) করবেন – সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে জানিয়ে দেওয়া হলো আজকের প্রতিবেদনে।
১) জন্ম সার্টিফিকেটে নিজের নাম সংশোধন করতে কি ডকুমেন্টস লাগবে?
> জন্ম সার্টিফিকেটে নিজের নাম ভুল থাকলে, কোর্ট থেকে Affidavit কপি তুলতে হবে। এরপর সেই Affidavit কপি অনলাইন 250KB এর মধ্যে আপলোড করতে হবে।
২) জন্ম সার্টিফিকেটে বাবার নাম ভুল থাকলে সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
> জন্ম সার্টিফিকেটে বাবার নাম ভুল থাকলে, নিচে উল্লেখিত ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি নথি আপলোড করতে হবে (বাবার নথি) –
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- পাসপোর্ট
- রেজিস্ট্রার কিংবা সাব রেজিস্ট্রার এর কাছ থেকে Identity certified কপি, যদি উপরে উল্লেখিত নথি না থাকে।
৩) জন্ম সার্টিফিকেটে মায়ের নাম ভুল থাকলে সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
> জন্ম সার্টিফিকেটে যদি মায়ের নাম ভুল থাকে, তাহলে সংশোধন করতে নিচে উল্লেখিত নথির মধ্যে যেকোনো একটি মায়ের নথি আপলোড করতে হবে অনলাইনে 250KB এর মধ্যে –
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- পাসপোর্ট
- রেজিস্ট্রার কিংবা সাব রেজিস্ট্রার এর কাছ থেকে Identity certified কপি, যদি উপরে উল্লেখিত নথি না থাকে।
জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন অনলাইন পদ্ধতি দেখুন – Birth Certificate Online Correction West Bengal 2026
১) সর্বপ্রথম আপনাকে জন্ম মৃত্যু তথ্য এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Citizen Service এ ক্লিক করে Birth এ ক্লিক করুন।
৩) এরপর Birth Certificate Correction এ ক্লিক করে জন্ম সার্টিফিকেট নম্বর বসিয়ে Get OTP তে ক্লিক করুন, জন্ম সার্টিফিকেটে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে তা বসিয়ে ভেরিফাই করুন।
৫) এরপর নিচে শিশুর নাম, জন্ম তারিখ দেখতে পারবেন – পাশে Apply এ ক্লিক করলেই জন্ম সার্টিফিকেট সংশোধন ফর্ম চলে আসবে।
৬) যদি জন্ম সার্টিফিকেটে নিজের নাম ভুল থাকে তাহলে সঠিক নাম উল্লেখ করে কোর্টের Affidavit কপি আপলোড করুন।
৭) আর জন্ম সার্টিফিকেটে যদি বাবা কিংবা মায়ের নাম ভুল থাকে, তাহলে উপরে উল্লেখিত নথি আপলোড করুন বাবা / মায়ের নাম সঠিক উল্লেখ করে।
৮) জন্ম সার্টিফিকেট ঠিকানা ভুল থাকলে, তা সংশোধন করে উপযুক্ত নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে Acknowledgement Number মেসেজে চলে আসবে তা দিয়ে স্ট্যাটাস চেক ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
জন্ম সার্টিফিকেট স্ট্যাটাস চেক ও জন্ম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি – Birth Certificate Status Check & Birth Certificate Online Download West Bengal –
১) সর্বপ্রথম আপনাকে জন্ম মৃত্যু তথ্য এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচে উল্লেখিত লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Citizen Service এ ক্লিক করে Birth এ ক্লিক করুন। এখন Track Application এ ক্লিক করুন Acknowledgement Number উল্লেখ করে দেখে নিম আবেদন এপ্রুভ (Birth Certificate Approved) হয়েছে কিনা।
৩) যদি জন্ম সার্টিফিকেট সংশোধনের আবেদন এপ্রুভ হয়ে থাকে, তাহলে Citizen Service > Birth > Download Certificate এ ক্লিক করে Acknowledgement Number উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন। এরপর মোবাইলে আসা OTP উল্লেখ করে সাবমিটে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নিন।
Birth Certificate Online Correction Apply Link:- Click Now
Birth Certificate Online Download & Status Check Link:- Click Now














