BLO Allowance Increased: বিলওদের (BLO) জন্য খুশির খবর, বেড়েছে ভাতা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

এস‌আইআর (SIR) অতিরিক্ত চাপ, অসুস্থতা ও মৃত্যুর অভিযোগ ঘিরে ক্ষোভ বাড়ছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) মধ্যে। পশ্চিমবঙ্গসহ আরো ১১ রাজ্যে বিক্ষোভের মাঝেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন।

কমিশনের প্রকাশিত বিবৃতিতে বলেছে, বিএলওদের বার্ষিক ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। এবং পাশাপাশি বিএলও সুপারভাইজরদের ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে পেয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে।

কমিশন জানায় যে, ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধনের কাজে বিএলও, সুপারভাইজর, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও (AERO) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পরিশ্রমের কথা বিবেচনা করেই বৃদ্ধি করেছে তাদের ভাতা।

যদিও চার পুরোনো ভাতা‌ বৃদ্ধির নোটিফিকেশন প্রকাশ করে বিজেপি তাদের প্রচারযন্ত্র করেছে এমন আক্রমণ করলেন সর্বভারতীয় তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
অভিষেক আরও বলেন কমিশনের ঘুরিয়ে ফিরিয়ে চারমাস পুরোনো নোটিফিকেশন প্রমাণ করে এস‌আইআর কৌশল শুধুমাত্র সফল হয়নি, এটি জনগণের সামনে চূড়ান্তভাবে ভেঙ্গে পড়েছে।

The post BLO Allowance Increased: বিলওদের (BLO) জন্য খুশির খবর, বেড়েছে ভাতা appeared first on MD360NEWS.

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন