BOB Bank Recruitment: ব্যাংক অফ বরোদা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন। আবেদনের বয়স সীমা রয়েছে সর্বোচ্চ ২৮ বছর। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছার পাবেন। বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। তাই যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা ব্যাংক অফ বরোদা শিক্ষানবিশ পদে আবেদন জানাতে পারেন।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বয়স কি চাওয়া হয়েছে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন নাগাদ চলবে প্রভৃতি আলোচনা করা হলো।
সম্পর্কিত পোস্ট
PNB, SBI ও BOB ব্যাংকের বিরাট পদক্ষেপ! একাউন্ট থাকলে অবশ্যই দেখুন, পড়বে বিরাট প্রভাব – Bank New Rule 2025

পদের নাম:
ব্যাংক অফ বরোদা কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল শিক্ষানবিশ (এপ্রেন্টিস) পদ।
শূন্য পদের সংখ্যা:
ব্যাংক অফ বরোদা কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা 2700 টি। রাজ্য অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। অন্ধ্রপ্রদেশ 38, আসাম 21, বিহার 47, চণ্ডীগড় (UT) 12, ছত্তিশগড় 48, দাদরা ও নগর হাভেলি (UT) 5, দিল্লি (UT) 119, গোয়া 10, গুজরাট 400, হরিয়ানা 36, জম্মু ও কাশ্মীর ৫, ঝাড়খণ্ড 15, কর্ণাটক 440, কেরালা 52, মধ্যপ্রদেশ 56, মহারাষ্ট্র 297, মণিপুর 2, মিজোরাম 5, ওডিশা 29, পুদুচেরি (UT) 6, পাঞ্জাব 96, রাজস্থান 215, তামিলনাড়ু 159, তেলেঙ্গানা 154, উত্তরপ্রদেশ 307, উত্তরাখণ্ড 22, পশ্চিমবঙ্গ 104 টি।
বয়স সীমা:
ব্যাংক অফ বরোদা কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
শিক্ষানবিস পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন ১৫,০০০ টাকা। মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
ব্যাংক অফ বরোদা কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন। তার জন্য আবেদনকারীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.bank.in সাহায্য নিতে পারেন। অনলাইন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে হবে।
আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন সমস্ত সঠিক নথি প্রদান করতে হবে। প্রয়োজনীয় কিছু নথি এবং ফটো, সিগনেচার আপলোড দিতে হবে। সবশেষে আবেদনের ফরমটি পুনরায় যাচাইয়ের পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদনের তারিখ:
ব্যাঙ্ক অফ বরোদায় শিক্ষানবিশ (এপ্রেন্টিস) পদের অনলাইন আবেদন প্রক্রিয়া গত ১১ নভেম্বর ২০২৫ তারিখে শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১ লা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। তাই যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করুন। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো কোনো তথ্য জানার থাকলে আপনারা অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পারেন। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোডের মাধ্যমে দেখে নিতে পারবেন।
আরও পড়ুন
মাত্র একটি কোর্স করলে মাসিক আয় ৫১,০০০ টাকা – দেখুন বিস্তারিত – Data Analytic Income Source












