Book My Show থেকে ছাঁটা হল কুণাল কামরাকে, আরও বিপদে কমেডিয়ান, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরাকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই মুম্বইয়ে অনুষ্ঠিত কুণাল কামরার শো  নয়া ভারত-এ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে করা মন্তব্যকে ঘিরে তোলপাড় গোটা দেশ। কমেডিয়ানের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। এরই মাঝে আরও বিপাকে পড়লেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। বুক মাই শো কুণাল কামরার সব শো-এর তথ্য মুছে দিল তাদের ওয়েবসাইট থেকে। শুধু তাই নয়, শিল্পীদের তালিকা থেকেও গায়েব কুণাল কামরার নাম।

প্রসঙ্গত, শিবসেনার যুব সেনা (শিন্দে গোষ্ঠী)-এর সাধারণ সম্পাদক রাহুল এন কানাল অনলাইন টিকিট প্ল্যাটফর্ম Book My Show-এর সঙ্গে যোগাযোগ করেন। তিনি সংস্থাকে কমেডিয়ান কুণাল কামরা শো-এর টিকিট বিক্রির সুবিধা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। শিবসেনার সোশ্যাল মিডিয়ার দায়িত্বে রয়েছেন রাহুল এন কানাল। তিনি বুক মাই শো-কে চিঠি দিয়ে কুণাল কামরা শো-এর টিকিট বিক্রি বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। কানাল এই বিষয়ে জোর দিয়ে বলেন, কমেডিয়ানের শো-এর টিকিট বিক্রির সুবিধা দেওয়ার অর্থ তাঁর বিভেদমূলক বক্তব্যকে সমর্থন করা হচ্ছে। যা শহরের জনসাধারণের অনুভূতি ও শৃঙ্খলার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন:- SSC মামলায় নতুন নিয়োগ কবে থেকে শুরু? এবারে কারা যোগ্য? বিস্তারিত জেনে নিন

এরপরই Book My Show-এর পেজ থেকে কুণাল কামরার শো সংক্রান্ত সব তথ্য এবং শিল্পীদের তালিকা থেকেও তাঁর নাম সরিয়ে দেওয়া হয়। কমেডিয়ানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে যোগ দিতে মুম্বই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ৩ বার সমন পাঠানো হয়েছে। ৫ এপ্রিল খার থানায় হাজিরা দিতে পারেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। র আগে দু’বার তিনি পুলিশের ডাকে সাড়া দেননি। কুণাল কামরা বিরুদ্ধে ভারতী ন্যায় সংহিতা, ২০২৩ অনুযায়ী ৩৫৩ (১) (বি) ধারা, ধারা ৩৫২ ও ধারা ৩৫৬ (২) লাঘু করা হয়েছে।

মুম্বইয়ে জন্ম ও বেড়ে ওঠা কুণাল কামরা বর্তমানে তামিলনাড়ুতে বসবাস করছেন। তাঁর সাম্প্রতিক ৪৫ মিনিটের স্ট্যান্ড-আপ কমেডি ভিডিও ইউটিউবে ১.২ কোটি দর্শক দেখে ফেলেছেন, কিন্তু তিনি তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে নারাজ।

আরও পড়ুন:- ভেজাল-বিষাক্ত পনিরে ছেয়ে গিয়েছে বাজার, কিভাবে ভেজাল পনির চিনবেন জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন